সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, চীনা প্রধানমন্ত্রী, গ্রিসের প্রধানমন্ত্রীকের জুতা নিক্ষেপের পর এবার কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলী শাহ গিলানীকে লক্ষ্য করে জুতো নিক্ষেপের ঘটনা ঘটে। আর এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। Click This Link
সম্প্রতি জুতো নিক্ষেপের ঘটনাগুলোর প্রতি বেশিরভাগ মানুষের সমর্থন থাকলেও আলী শাহ গিলানীর প্রতি জুতো নিক্ষেপের ঘটনাটি মেনে নেয়া যাচ্ছে না। কারণ আলী শাহ গিলানীর সংগ্রাম ভারতীয় জবরদখলের বিরুদ্ধে। তার সংগ্রাম কাশ্মিরে গণহত্যার বিরুদ্ধে।
গিলানী যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেখানে ভারতের বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতি রায়ও বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারত এমন এক শুণ্যগর্ভ সুপার পাওয়ার, যেখানে ৮৩ কোটি মানুষকে দৈনিক ২০ রুপির কম অর্থ দিয়ে জীবন যাপন করতে হয়। তিনি কাশ্মীর আন্দোলনের সঙ্গে নক্সাল এমনকি নর্মদা আন্দোলনের তুলনা করে বলেন, সর্বত্রই মানুষ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। এ সময়ও কিছু হিন্দু হৈচৈ করে অরুদ্ধতি রায়কে বক্তব্য থামানোর আহ্বান জানায়।
চিকিৎসক সমীর কউলের দৃষ্টিতে, হুরিয়াত নেতা গিলানির সাদামাটা জীবন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।