জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
তিনি যখন লর্ড সভার সদস্য হন, তখন পত্রিকায় বড় বড় শিরোনাম হয়েছিল। তিনি দেশের জন্য, বাঙ্গালি জাতির জন্য, বাংলাদেশের জন্য বিরাট গর্ব সেটাই ছিল সেই সব শিরোনামে। লেখা হয়েছিল, তিনি লর্ড সভার সদস্য হয়ে বাঙ্গালিদের পক্ষে বিশেষত বাংলাদেশীদের পক্ষে অনেক কিছু করবেন। তিনি বাংলাদেশকে বিশেষ বিশেষ সুবিধা পাইয়ে দিতে পারেন। তিনি আমাদের দেশের জন্য একজন জীবন্ত আশীর্বাদ।
কিন্তু ঢেকি যে স্বর্গে গেলেও ধান ভানে আর বাঙ্গালি লর্ড সভার সদস্য হলেও চোরই থাকে, সেটা আবারও প্রমাণিত হল।
আজকের আমাদের সময় পত্রিকায় প্রকাশিত খবরটি এই রকম :
লর্ডসভা থেকে একমাত্র বাঙালি সদস্য পলা মঞ্জিলা উদ্দিন সাময়িক বহিষ্কার
ইমানুজ্জামান মহী, লন্ডন থেকে: ব্রিটেনের হাউস অব লর্ড সভার এক মাত্র বাঙালি সদস্য ব্যারোনাস পলা মঞ্জিলা উদ্দিনকে ৩ বছরের জন্য হাউস অব লর্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। লন্ডনের একটি নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
গত বছরের ৩ মে ব্রিটেনের টাইমস পত্রিকার রিপোর্টে বলা হয় ব্যারোনাস পলা উদ্দিন নিয়মবর্হিভূত আবাসন খরচবাবদ বছরে প্রায় ৩০ লাখ টাকার মতো সরকারি টাকা আত্মসাৎ করেছেন। রিপোর্টে পলা উদ্দিনকে লর্ড সভা থেকে বহিষ্কার ও ১২৭ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ১ কোটি ৩০ লাখ সমমূল্য টাকা ফেরত দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
তদন্ত কমিটি সেই সঙ্গে আশা করছে তিনি তার কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবেন। ৯৫ জাহেদ সরওয়ার
বঙ্গবন্ধু বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পাইলাম চোরের খনি। সেই চোরের খনির এক গর্বিত সন্তান তার কাজটি ভালো মতোই সম্পাদন করেছেন।
তিনি কি একবারও ভাবলেন না, তিনি একটি জাতির প্রতিনিধিত্ব করছেন ? তিনি কোন অপরাধ করলে সেটা অনেক বড় প্রচারণা পাবে ?
যার যত সুনাম ও খ্যাতি বাড়ে, তার সেটা রক্ষা করার দায়িত্বও বাড়ে। তিনি কি সেই কথাটা ভুলে গিয়েছিলেন ? আমরা আর কত অপমানিত ও লজ্জিত হব ?
নিউজের লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।