ব্লগার জিগ স এর নোবেলজয়ী নিকখানা উনি উনার জানের দোস্ত পিয়ারের দোস্তরে উপহার দিয়াছেন। কারন উনার পিয়ারের দোস্ত সামুতে প্রথম দিন থেইক্কাই পোস্ট ও কমেন্টস দিতে প্রচন্ডরকম আগ্রহী ছিলেন। এই খবর জাইনা এবং সামুব্লগে প্রথম পাতায় পোষ্ট না দিতে পারায়, কমেন্ট করতে না পারায় কতশত অনুযোগ, অনুরোধ, বিরহের যে মহকাব্য রচিত হয়, তাহা অনুধাবন করিতে পারিয়া – এই অ্ত্যাধিক জনপ্রিয়তাকে পুজি করে কিভাবে টুপাইস কামানো যায়, সেই চিন্তায় ব্যবসায়ী এই রেনেসার মাথায় একখনা নতুন ব্যবসার আইডিয়া আসিল। রেনেসা বৈষয়িক লোক। সে এই নতুন ব্যবসাটিকে কিভাবে লাভজনক করা যায় সেই চিন্তায় মাঠে নামিল।
এবং দীর্ঘ পরিশ্রমের পর তিনি আজ তার নতুন পন্য বাজার জাত করার শুভ উদ্ভোধন ঘোষনা করিলেন।
ক্রেতাদের অসম্ভব আগ্রহ ও চাপের কথা বিবেচনায় থাকলেও প্রথমে মাত্র একখানা নিক বিক্রয় করিব। ব্যবসাটি কোন গোষ্ঠির রোষানলে পড়ে কিনা তা যাচাই করে তারপর ব্যপক আকারে শুরু করব। বর্তমান নিক খানা দীর্ঘদিনের পুরানো। ছেলে মেয়ে যে কেউ ব্যবহার করতে পারেন।
নিবন্ধের পর থেকে এখন পর্যন্ত কোনদিন জেনারেল হয়নি। কারো ব্লগে সে ব্লক হয়নি। তার ব্লগেও কাউকে ব্লক করা হয়নি।
যারা কিনতে আগ্রহী তারা দাম হাকাইতে পারেন। সর্বোচ্চ দরদাতাই* নিকটির সর্বস্বত্ত মালিকানা পাইবেন।
(*সঠিক দাম বিবেচিত হইলে)
• মডুরা বিক্রি পরবর্তী সময়ে এই নিকটি ব্যান করিতে পারে, তাই আমার পন্যের ক্রেতার স্বার্থ সংরক্ষনের জন্য নিকটির ঠিকানা দেয়া হয়নি।
০১. সুন্দরী অবিবাহিত বেলায় শর্ত কিছুটা শিথিলযোগ্য।
(এই পোষ্ট ২০ মিনিট পূর্বে দেয়া হয়েছিল। প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। একটি ফান পোস্ট প্রথম পাতা থেকে সরানো হয়, অথচ বাংলাদেশ বিরুধী রাজাকারী পোষ্ট প্রথম পাতায় স্থান পায়!) আগের পোস্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।