সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া ।
যাত্রা আধার অভিমুখ
ক্ষুধার তীব্রতায় জন্মভূখ
কামনা শূন্য দু চোখ
প্রেম করে অবরোধ
রমনীর দেহে তখন ও
মন করে ভালবাসার পূজা
দুপুরের তপ্ত রোদ
দীপ্ত আমার জীবন বোধ
প্রশ্ন তখন অজানায়
সাগরের জলরাশি যদি বা
কখন ও স্রোত হারায়
তবু কি সে শুকায়
প্রেম কভু মরে না
যাতনা রে সে তবু ভালোবাসে
মাটির খাচার ছোট্ট এই বাসায়
কেউ একজন তবু আলো ছড়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।