আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রামে কাজ, খাদ্য ও খাস জমি বরাদ্দের দাবীতে ভূমিহীনদের বিক্ষোভ

বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম। এ জেলা থেকে প্রথম প্রকাশিত অনলাইন পত্রিকা `কুড়িগ্রাম নিউজ'
কুড়িগ্রামে কাজ, খাদ্য, রেশনিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, জলমহাল ও খাস জমি ভূমিহীনদের মাঝে বরাদ্দের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীনরা। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষানীসভা এ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে। সংগঠন দুটির নেতৃত্বে সহস্রাধিক ভূমিহীন নারী-পুরুষ জেলার ভুরুঙ্গামারী উপজেলা থেকে পায়ে হেঁটে বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রসাশক কার্যালয় প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, কৃষানী সভার সাধারন সম্পাদিকা শিপলা রানী, কৃষক ফেডারেশন জেলা কমিটির সভাপতি হজরত আলী, কৃষানী সভার সাধারন সম্পাদিকা আছমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। পরে একটি প্রতিনিধিদল তাদের ৮দফা দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রদান করে। দাবীগুলোর মধ্যে বঙ্গসোনাহাটের ছড়া, সোনাহাট থেকে জয়মনিরহাট পর্যন্ত রেলওয়ের পতিত সম্পতিসহ জেলার সকল খাস পতিত জমি ও জলমহাল এবং জলমহালের তীরবর্তী খাসজমি স্থানীয় ভূমিহীন, মৎসজীবি ও নদী ভাঙ্গা মানুষের মাঝে বন্দোবস্ত প্রদান সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য কমিয়ে রেশনিং ব্যবস্থা চালু করে সাধারন মানুষের ক্রয়ক্ষমতার নাগালে নিয়ে আসা, এনজিওসহ সকল সরকারী ও বেসরকারী সংস্থার ঋণ মওকুফ করা, কৃষি শ্রমিকদের সারা বছর কাজের ব্যবস্থা করাসহ ৮দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষন করে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.