উত্তর কোরিয়ার সীমান্তবর্তী কায়েসং যৌথ শিল্পাঞ্চল খুলে দিতে দুই কোরিয়া একটি চুক্তিতে পৌঁছেছে। সাত দফা আলোচনার পর বুধবার শেষ বেলায় দুই দেশ এ চুক্তিতে পৌঁছায়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক মহড়া শুরুর আগমুহূর্তে পিয়ংইয়ং ও সিউলের মধ্যে চুক্তি হলো। চুক্তি অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব দুই কোরিয়াই কায়েসং শিল্প পার্কের স্বাভাবিক কাজ শুরুর বিষয়ে আন্তরিক প্রচেষ্টা চালাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে তার আগে শিল্প পার্ক পরিদর্শন করা হবে। এ ছাড়া, কায়েসং শিল্পাঞ্চল যাতে আর এভাবে বন্ধ না হয় সে জন্যও দুই দেশ তৎপর থাকবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। কায়েসং শিল্পাঞ্চল উত্তর কোরিয়ার সীমান্তের ১০ কিলোমিটার ভেতরে অবস্থিত এবং এতে ৫৩ হাজার মানুষ কাজ করে। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।