আমাদের কথা খুঁজে নিন

   

কায়েসং ছাড়ল অবশিষ্ট ৭ দক্ষিণ কোরীয় কর্মী

শিল্প কারখানাটি চালু হওয়ার পর থেকে এই প্রথম সেখান থেকে সব কর্মী প্রত্যাহার হল। গত মাসে অন্যান্য দক্ষিণ কোরীয় কর্মীরা কায়েসং ছেড়ে চলে গেলেও ওই ৭ জনকে মজুরি ও অন্যান্য দেনা-পাওনার বিষয় নিয়ে আলোচনার জন্য আটকে রেখেছিল উত্তর কোরিয়া। সব দেনা-পাওনা মিটমাট হওয়ার পরই কর্মীরা কায়েসং ছেড়ে যায়।উত্তর কোরিয়া ওই কর্মীদের ফিরে যাওয়ার ব্যাপারে পুরোপুরি সহযোগিতা করেছে বলে জানিয়েছেন কায়েসং এর ব্যবস্থাপনা কমিটির ম্যানেজার।বিবিসি এ খবর দিয়েছে। এ মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের সীমান্তবর্তী ওই শিল্প এলাকার দরজা দক্ষিণ কোরিয়ার জন্য বন্ধ করে দেয়ার পাশাপাশি নিজেদের ৫৩ হাজার শ্রমিককে সেখান থেকে সরিয়ে নেয়। গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর প্রতিবেশী দু'দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানোয় এ পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। এরপর ওইশিল্প এলাকা আবার চালুর জন্য উত্তরকে বৈঠকের প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু উত্তর কোরিয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই শিল্প এলাকা থেকে প্রায় ১৭০ কর্মীকে সরিয়ে নিল দক্ষিণ কোরিয়া।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।