অ আ ক খ গ ঙ
মত পাল্টালেন বাংলার শ্রেষ্ঠ অভিনেত্রী শাবানা। ১৯৯৬ সালে চলচ্চিত্রাঙ্গনকে গুডবাই জানিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মাঝে-মধ্যে দেশে আসলেও কোনো ছবির সঙ্গে জড়াননি।
সাবানা প্রযোজিত ছবিতে বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর অভিনয়ের কথা রয়েছে। ছবিটি পরিচালনা করবেন নারগিস আক্তার।
তিনি জানিয়েছেন, 'রানীর সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তিনি সম্মতিও দিয়েছেন। চূড়ান্ত কথা কথা বলতে নভেম্বরের প্রথম সপ্তাহে মুম্বাই যাচ্ছি। '
অন্যদিকে আরো জানা গেছে, শাবানার কাছে নারগিস আক্তার ছবির তিনটি পাণ্ডুলিপি নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে একটি কাহিনী পছন্দ করেন শাবানা।
ছবিটি তিনি প্রযোজনা করতে রাজি হন। তবে শর্ত হিসেবে তিনি, রানী মুখার্জীকে নিতে বলেন। তাই রানীকে ছবিতে নেওয়ার জন্য চেষ্টা শুরু করেন নারগিস। এ প্রসঙ্গে শাবানার ঘনিষ্ঠ একজন জানান, শাবানা বর্তমানে আমেরিকায় রয়েছেন। ১৫ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।
তার আগেই যদি রানী মুখার্জীকে অভিনয়ের জন্য চূড়ান্ত করা যায়, তাহলে দেশে ফিরেই সংবাদ সম্মেলন করে ছবির ঘোষণা দেবেন শাবানা।
শাবানা এবং তার স্বামী ওয়াহিদ সাদিকের এসএস প্রডাকশনের ব্যানারে নির্মাণ হবে ছবিটি। এতে রানীর বিপরীতে শাকিব খানের অভিনয়ের সম্ভাবনা রয়েছে। ছবির চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করছেন মোহম্মদ রফিকুজ্জামান। গল্পটি রোমান্টিক-সেন্টিমেন্টাল।
গল্পে দেখা যাবে, রানী [যদি অভিনয় করেন] এবং শাকিবের পার্থক্য দেশের মানচিত্রে-সংস্কৃতিতে। নাটকীয়ভাবে তাদের পরিচয় হয়। পরিচয়ের পর ঘনিষ্ঠতা, গড়ে ওঠে বন্ধুত্ব। একপর্যায়ে বন্ধুত্ব থেকে প্রেম। বিপত্তিটা ঠিক তখনই।
প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায়, ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং দেশের সীমানা।
রানী বর্তমানে বাংলা ছবির দিকে ঝুঁকছেন। কলকাতার একটি ছবিতে তিনি অভিনয়ও করছেন। পাশাপাশি বাংলাদেশি ছবির প্রতিও তার আগ্রহ রয়েছে। সেই হিসেবে বলা যায়, হয়তো রানী শাবানার ছবিতে অভিনয় করবেন।
আর এটাই হবে তার অভিনীত প্রথম বাংলাদেশি ছবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।