পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
অভিনন্দন বাংলাদেশ দল অভিনন্দন। অভিনন্দন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবুল। নিঃসন্দেহে তুমি আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছ। ক্রিকেট বিশ্বে এনে দিয়েছ আমাদের নতুন এক পরিচয়।
দেশবাসিদের মনে এনে দিয়েছ এক অনাবিল আনন্দের উপলক্ষ। তোমাকে স্বাগত জানানো সমস্ত বাংগালীদেরই দায়িত্ব। তাই এই পোষ্টই আমার পক্ষ থেকে তোমাদের অভিনন্দন বার্তা।
ক্যালিসের দেশে এসেই মনের ভিতর প্রথম থেকেই এক কিউরিসিট ছিল বাংলাদেশ ক্রিকেট সমন্দে তাদের ধারণা কেমন? সেটা জানার। কিন্তু রাস্তায় অপরিচিত কাউকে ধরে তো আর জিগ্যেস করা যায় না যে বাংলাদেশের ক্রিকেট খেলা তোমাদের কেমন লাগে? তাই অপেক্ষা করতে হলো নতুন বন্ধু পাওয়া পর্যন্ত।
ইউসিটিতে দ্বিতীয় দিনই পেয়ে গেলাম বেশ কিছু আফ্রিকান বন্ধু। কালাট। না সাদা না কালো। এদের পুর্বপুরুষদের কেহ হয় ইন্ডিয়ান না হয় পাকিস্থানি। তাদের সাথে আলাপ করে জানতে পারলাম পুরু দক্ষিন আফ্রিকা ক্রিকেটে জ্যাক ক্যালিসের অনেক বড় ভক্ত।
আর নতুন করে তারা মেতে আছে হাসিম আমলা প্রেমে। তাদের ভাষ্যমতে হাসিম আমলাকে এসএ বোর্ড ঠকিয়েছে। তার সাথে অনেক বড় বেইনসাফি করেছে আফ্রিকান ক্রিকেটবোর্ড, তাই এক মজলুমের সাথে নাকি আছে পুরো আফ্রিকা। পত্রপত্রিকাতেও পেলাম হাসিম আমলার ভুয়োসি প্রশংসা। হেনসি ক্রোনিয়ে কে আমি এখনো মিস করি বলে আমি আমার ক্রিকেট প্রেমের নমুনা প্রকাশ করলাম।
এবার সুযুগ হলো আমাদের দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করার। সবাই এক বাক্যে বলে উঠল তামিম ইকবাল। অসাধারন ক্রিকেট খেলে তামিম। উঠতি ক্রকেটারদের মধ্যে তামিম তাদের অন্যতম প্রীয় খেলুয়ার। অনেকে বলে উঠল সাকিবের কথা।
সাকিব ক্যালিস কে হারিয়ে র্যাংকিং এ শীর্ষে এসেছে, তাই তাদের চোখে সাকিবের মর্যাদা অনেক বেশি। তাছারা আশরাফুল, হাবিবুল, পাইলট ও সুজনের কথাও বলল অনেকে।
আজ সকালে বন্ধুদের দোকানে বসে আছি, কিছু পরিচিত কাষ্টমারকে বেশ হাস্যজ্যোল মুখে নিউজল্যান্ড বাংলাদেশ সিরিজ নিয়ে আলোচনা করতে দেখলাম। তাদের কেহই সাকিবুলকে গ্রেট প্লেয়ার বলতে ভুলল না।
কেপটাওন হোম এফিয়ার্সের সামনের রাস্তা দিয়ে আসার সময় দেখলাম দুই পাকিস্থানি দাড়িয়ে আছে।
দুর থেকে আমাকে দেখে ডেকে বলল, তোমরা তো অনেক ভাল ক্রিকেট দেখালে। সাকিবুল তো বিশ্বের সেরা স্পিনার হয়ে উঠছে বলতে শুনে আমি বললাম, না, সে আগে থেকেই বিশ্বের সেরা স্পিনার।
আমাদের এলাকার এক ভদ্রলোক, আমরা আন্কেল বলি, কাল বিকেলে মাঠে হাটাহাটি করতে দেখলাম, মনে হচ্ছিল সে আমাদের কিছু বলতে চায়, এগিয়ে গিয়ে জানতে চাইলে খুব উৎসাহের সাথে ৪/০ সিরিজের কথা বলতে লাগল। তারও একই মন্তব্য সাকিব ইজ গ্রেট।
গতকাল রাতে সেন্চুরি সিটি সপিং মলে গেলাম ৬ জনের এক গ্রুপ।
বিভিন্ন দোকানে শপিং, ঘোড়াঘোরি ও আলোচনার পর্যায়ে অনেককেই দেখলাম তারা ৪/০ নিয়ে কিছু একটা আলোচনা শুনতে চাচ্ছে।
বিশ্বের বাজারে আমারা তেমন কিছুই দিতে পারিনি যা নিয়ে মানুষ আমাদের আলোচনা করবে, আমাদের প্রশংসা করবে, কিন্তু আজ এই ক্রিকেটের ফলেই বিভিন্ন দেশে আমাদের দেশের ছেলেদের নিয়ে আলোচনা করে, প্রশংসা করে, এতে করে ভিন দেশে বসবাসকারী আমাদের যে কেমন এক আনন্দ লাগে সেটা বুঝাতে পারবা না। এবং সেটা কোন রাজনীতিবীদ দিতে পারেন নাই, পেরেছেন আমাদের সাকিবুল। তাই আজ ক্যালিসের দেশেও স্বগর্ভে আমরা সাকিবের নাম উচ্চারণ করতে পারি। তাই সাকিবুল তোমাকে আবারো ধন্যবাদ জানাই, আর আশা রাখি ও দোয়া করি তোমরা তোমাদের এই প্রয়াস ও পরিশ্রম চালিয়ে যাবা।
দেশবাসী তোমাদের সাথে সবসময়ই থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।