আমাদের কথা খুঁজে নিন

   

জ্যাক ক্যালিসের লড়াই

কিছু না।

কেপ্টাউন এ দঃআফ্রিকা বনাম ভারত এর টেস্ট চলছে। আজ ৪র্থ দিন পার হল। আলাদা করে ক্যালিসের নামটা বলতেই হয়। ১ম ইনিংসে একাই ১৬১* রান করে অপরাজিত থাকেন।

কিন্তু ওই ইনিংসের সাথে অন্য ব্যাটসম্যান দের সাথে এবং শেষে টেইলএন্ডার দের সাথে ব্যাট করে ৩৬২ রান করে দঃআফ্রিকা। ভারত করে ৩৬৪। কথা হল ক্যালিস ইঞ্জুরড ছিলেন। উনি ব্যাট করতে পারবেন যদি সত্যই দরকার হয়। দরকার হল বটে।

দঃআফ্রিকার রান যখন ৫৩/৩, তখন তিনি নামেন। শরীর এ ব্যথা নিয়ে তিনি আবারও ১ম ইনিংসের রিপ্লাই যেন দেখালেন। এবার করলেন ১০৯*। ২ ইনিংসে অপরাজিত ১০০+। বিশেষ ভাবে বলার কারণ হল সেই ইঞ্জুরি নিয়ে লড়াই করা যেখানে অন্যরা দিশেহারা ছিল।

ব্যথা আর বাউন্সি উইকেটের কারণে আঘাত নিয়ে চালিয়ে যাওয়ায়, তার প্রশংসা না করে পারছিনা। ম্যাচটা ও সেভ করছেন তিনি। অসাধারণ ইনিংস!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.