আইএমডিবি রেটিং - 7.5/10
ভাষা - ইংলিশ
ধরন – ড্রামা,মিউজিক,রোমান্স
পরিচালনা - Kirsten Sherida
টেলর নামের একটি ছেলে এতিমখানায় বাস করে এবং সব সময় মনে প্রানে বিস্বাস করে যে তার বাবা মা বেচে আছে। প্রকৃতির আয়োজিত সব সব্দই তার কাছে সংগিত মনে হয় এবং সে বিস্বাস করে প্রকৃতির এ সঙ্গিতের মধ্যমে তার বাবা মা তার সাথে যোগাযোগ করছে। নিউ ইয়রক সিটির এই এতিমখানার কাউন্সিলরের সাথে টেলর এর কথা হয় এবং সে বলে সে বিস্বাস করে তার বাবা মা বেচে আছে , তার বাবা মা তাকে নিতে আসবে এবং সে এ এতিমখানায় থাকতে চায় না।
ফ্লেস বেকের মাধ্যমে ছবিতে দেখানো হয় , টেলরের পিতা লুইস কোনেলি যে কিনা আইরিস গিটারিস্ট এবং একটি বেন্ডের লিড ভোকালিস্ট, এবং টেলরের মা লায়লা একজন বড় মিউজিসিয়ান যারা কিনা এক রোমান্টিক রাত কাটায় এবং এর পরে তাদের আর দেখা হয়নি কখনো কারন লায়লার পিতা লায়লাকে নিয়ে শহর ছেরে চলে জায় । হসপিটালে টেলরের জন্মের পর টেলরের নানা (লায়লার বাবা) টেলরকে এতিম খানায় রেখে আসে এবং লায়লাকে জানায় লায়লার মৃত সন্তান হয়েছে।
অন্যদিকে টেলর নিউ ইয়রকে বড় এক জন মিউজিসিয়ান হিসাবে খেতি লাভ করে এবং লায়লাও মিউজিসিয়ান হিসাবে সফল হয়। লায়লার পিতা বিদায়বেলায় লায়লাকে তার সন্তানের কথা জানায় এবং লায়লা তাকে খুজে বের করায় বেস্ত হয়ে পরে । অন্য দিকে লুইসের পরিচয় হয় টেলরের সাথে। লুইস টেলরের ব্যপারে কিছুই জানেনা কিন্তু লায়লাকে মনে প্রানে ভালবাসে।
ছবির প্রধান তিন চরিএ ঘটনা ক্রমে আলদা হয়ে পরলেও , সবাই সবাইকে মনে প্রানে ভলবাসে,জেমন টেলার মনে প্রানে জানত তার পিতা মাতা বেচে আছে এবং একদিন তারা তাকে খুজে বের করবে।
(আমার দেখা ছবিগুলুর মধ্যে সবচেয়ে ভাল লেগেছে এই ছবিটি, আপনাদেরও ভাল লাগবে বলে আশা করি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।