"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে", "এ্যান্টি ব্লগারদের ঘৃণা করুন", "দাঁতভাঙ্গা জবাব দেন", "অশ্লীল মন্তব্যকারীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন", "প্রয়োজনে তাদেরকে ব্লক করুন"
বিঃ দ্রঃ- এই পোস্ট ছিলা কলা নারীর স্বামী, বাপ, চাচা, ভাই, ছেলে নাস্তিক ইত্যাদি জাতীয় লোকদের জন্য নয়।
এক লোক জীবীকার তাগিদে ব্যবসা করতে মনস্থির করলেন। তিনি অল্প পুঁজিতে বেশী লাভ করতে চাইলেন। কী ব্যবসা করা যায় মনে মনে চিন্তা করতে লাগলেন। অনেক চিন্তাভাবনার পর তিনি ঠিক করলেন যে, কলার ব্যবসা শুরু করবেন।
কলা নিয়ে রাস্তায় বসে পড়লেন। অল্পক্ষনের মধ্যেই তার সমস্ত কলা বিক্রী হয়ে গেল। তিনি খুব খুশী হলেন। পরবর্তীতে আবার বেজারও হলেন। কারণ বহু লোক কলা খেয়ে রাস্তার মধ্যে যেখানে সেখানে কলার খোসা ফেলছে।
এতে পরিবেশ যেমন নোংরা হচ্ছে, তেমনি কলার খোসায় পা পিছলে যে কেউ যে কোন সময় আঘাৎ পেতে পারে। তখন তিনি মনে মনে এ বিষয়ে চিন্তা করতে লাগলেন। ঠিক করলেন কলা ছিলে বিক্রী করবেন এবং কলার খোসা ছাগলের প্রিয় বলে একটি ছাগল কিনলেন। তাহলে লোকজনের কষ্ট করে আর কলা ছিলে খেতে হবে না এবং ছাগল পুষে আরও অধিক লাভবান হবেন। যেমন চিন্তা তেমন কাজ।
তিনি সমস্ত কলা ছিলে একটি ঝুঁড়ির মধ্যে রাখলেন এবং কলার খোসা ছাগলকে খেতে দিলেন। ছাগল খুব মজা করে কলার খোসা খেলেও একজন লোকও তার ছিলা কলা কিনলোনা। দীর্ঘক্ষণ এভাবে থাকার পর কলাগুলো নষ্ট হয়ে গেল। তখন তিনি রাগে ও মনের দুঃখে কলাগুলো রাস্তায় ফেলেই চলে গেলেন। কিছুক্ষণ পরেই কতগুলো টোকাই এসে কলাগুলো খেতে শুরু করলো।
পাঠকগণ খেয়াল করুন, যখন তিনি আছোলা কলা বিক্রী করেছিলেন, তার কলা গুলো মানুষ খেয়েছে। কিন্তু যখন ছিলা কলা বিক্রী শুরু করলেন, তখন তার কলা কেউ কিনলোনা। ছিলা কলার যেমন কোন মূল্য নাই, তেমনি বেপর্দা মুসলিম নারীর কোন মূল্য নাই। আমি আমার ধর্মপ্রাণ মুসলিম মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেমন আল্লাহ্র নির্দেশে পথ চলতেছেন, সেই পথেই অটুট থাকুন। কেননা পর্দাশীল মুসলিম নারী সৃষ্টিকর্তার কাছে অধিক সম্মানীয় এবং দেশ ও সমাজের জন্যও গর্ব বটে।
উল্লেখ্য, এখানে ছিলা কলা বলতে অশালীন ড্রেস, শর্ট ড্রেসের নামে অর্ধ নগ্ন হওয়া, শরীর দেখিয়ে চলা ইত্যাদি জাতীয় নারীদের বোঝানো হয়েছে। অপর পক্ষে যারা আছে, তাদের জন্য রইল ভক্তিপূর্ণ শ্রদ্ধা । পুরুষদেরও উগ্র ড্রেসে চলাফেরা না করে ভদ্র মার্জিত ড্রেস পড়ে বাহিরে চলাফেরা করা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।