বিরোধী দল এতে অংশ নেবে বলেও আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
রোববার জাতিসংঘ সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠক করেন সিইসি।
তার সঙ্গে বৈঠকের পর সিইসি সাংবাদিকদের আরো বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতিতে জাতিসংঘ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
দলগুলোর সঙ্গে আলোচনার কথা বললেও কবে তা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি।
নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের মধ্যে ইসির এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, “এটি চলমান পক্রিয়া।
অতীতে সীমানা পুনঃনির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বসেছি। ভবিষ্যতেও বসবো। ”
সব দলকে এনে নির্বাচন করাই ইসির লক্ষ্য, বলেন তিনি।
গত বছর ফেব্রুয়ারিতে বর্তমান ইসির গঠনের পর বিরোধী দল বিএনপি ও তাদের জোট কোনো সংলাপে অংশ নেয়নি।
সিইসি বলেন, “আগের নির্বাচন কমিশনেও বিরোধী দল কিছু আলোচনায় অংশ নিয়েছে, কোনোটাতে নেয়নি।
আবার আমাদের সঙ্গে ১৮ দলের কেউ কেউ বসেছে। আমাদের চলমান পারফরমেন্স দেখে আশা করি, তারাও আগামীতে এগিয়ে আসবে। ”
সফররত জাতিসংঘ প্রতিনিধি দল আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে জানিয়ে সিইসি বলেন, “আমরা তাদের স্থানীয় নির্বাচন ও ইতোমধ্যে ইসির সার্বিক কার্যক্রম তুলে ধরেছি। আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়েও তারা সন্তুষ্ট। ”
ইসির একজন কর্মকর্তা জানান, সম্প্রতি বিভিন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া ও ভোটারের উপস্থিতির বিষয়ে প্রতিনিধি দলকে ইসির পক্ষ থেকে তথ্য উপস্থাপন করা হয় বৈঠকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।