আমাদের কথা খুঁজে নিন

   

"উপজেলা নির্বাচনের উপর নজর ভারতের" কেন??????



(দৈনিক ইত্তেফাক প্রকাশিত)
বাংলাদেশে আসন্ন উপজেলা নির্বাচনের দিকে গভীরভাবে নজর রাখছে ভারত। এ নির্বাচনের ফলাফলে জনমতের বিষয়টি বুঝতে চাইছে তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, এ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এই নির্বাচনে যেতে বাধ্য হচ্ছে।

গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। উপজেলা নির্বাচনও বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অথচ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না দাবি করে বিএনপি সংসদ নির্বাচন বয়কট করেছিল।

একই সঙ্গে জামায়াতে ইসলামী সহিংসতায় উৎসাহ যোগাচ্ছে কিনা সে বিষয়েও নজর রাখছে ভারত। সাউথ ব্লকের কর্মকর্তারা বলেন, শেখ হাসিনার সরকারকে ওআইসি'র স্বীকৃতি দেয়ার বিষয়টিকে ভারত বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে।

ভারত মনে করছে, শেখ হাসিনা জনগণের সমর্থন আদায়েও সক্ষম হয়েছেন। দিল্লি মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে চূড়ান্তভাবে দেশের জনগণই তার সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ায় শেখ হাসিনার প্রতি খুশি ভারত।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাসে বাংলাদেশে নজিরবিহীন সহিংস ঘটনা ঘটেছে। তবে বিরোধী দলগুলো নির্বাচন প্রতিহত করতে সফল হয়নি।

কয়েক মাসের সহিংসতা শেষে বাংলাদেশ এখন স্বস্তির পথে হাঁটছে। আর নির্বাচনের ফলকে ইতিবাচক হিসেবে দেখেছে ভারত। এ নির্বাচনকে ভারত সাংবিধানিক ও বৈধ বলে জানিয়েছে। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। এশিয়ার বৃহৎ তিন দেশের সমর্থন শুধু বর্তমান সরকারের অবস্থানকে শক্তিশালী করেনি বিরোধী দলের আত্মবিশ্বাসও দুর্বল করেছে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.