জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....
অবশেষে নির্বাচনে
তারিখ হলো ঠিক,
হাসি মুখে মেনে নিল
মারলো সবে টিক।
বেচে যাবে দেশটা যে
ধ্বংসের হাত থেকে,
সাত দফা দাবি নিয়ে
বসলো কেউ বেঁকে।
অমুক তা না করলে
যাবনা নির্বাচনে,
নির্বাচনের চেয়ে বড়
যা আছে তা মনে।
দেশ যাবে রসাতলে
আমার তাতে কিবা,
স্বার্থপর হতে পারি
অনেক লম্বা জিহ্বা।
দেশ যাবে যাক যেথা
আমি চাই গদিটা।
টাকাকড়ি ধ্যাৎতোড়ি
গদি অনেক মিঠা।
২০/১১/২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।