উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
বাংলালায়নের "একটন" (ব্র্যন্ড এর নাম; ওজন এক টন নয়) লাগিয়ে ব্যবহার করার জন্য চার হাজার টাকা জমা দিলাম। মোডেম ও পেয়েছি, কিন্তু এটা না ভিসতা তে চলে না উবুন্টু ১০,০৪ এ চলে। বাংলালায়নের আইটি প্রতিনিধি আসলেন কিছু না করেই চলে গেলেন; জানালেন উনি উবুন্টুতে তথা লিনাক্স এ কাজ করেন না। (মনে মনে বললাম "এ আবার কি ধরনের আইটি প্রতিনিধি! যিনি লিনাক্স এ কাজ করেন না)।
চার দিন হোল তাদের সাহায্য ডেস্ক এতই ব্যস্ত যে এখন পর্যন্ত মোডেমটি কার্যকর করতে পারেন নি।
এ বিষয়ে কারও কোন অভিজ্ঞতা থাকলে শেয়ার করার জন্য একান্ত অনুরোধ রইল।
এই মুহুর্তে ইন্টারনেটে কাজ করছি টেলিটক এর জিপিআরএস দিয়ে।
কার ও কাছে সমাধান থাকলে ferdaus98 at netzero dot net এ জানানোর জন্য ও অনুরোধ রইল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।