আধা-নরমাল জগতের বসবাসকারী পরজীবি আজীব জীব ইউটিউবে দেখি এখনো বাংলালায়ন দিয়ে ঢোকা যাচ্ছে না। ব্যাপারটা কি? এইভাবে আর কয়দিন চলবে? মানুষরে কি পাগল পাইল নাকি বুঝতেছি না। ইউটিউব এক্সেস বন্ধ করার কারণ ছিল, মহানবীর অপমানজনক সিনেমা ইউটিউবে থাকা। কিন্তু ইউটিউবের মধ্যে জাকির নায়েকের মত বড় বড় আলেমের ভিডিও লেকচার, মক্কা-মদীনার ক্বারীদের হৃদয়বিদারক কোরান তেলওয়াতও আছে। মাত্র ঐ ভিডিওর জন্য যদি ইউটিউব বন করে দেয়া লাগে, সে হিসাবেতো গুগল সার্চ, বিং, ইয়াহু সব অফ করে দেয়া ফরজ হয়ে আছে, কেননা এইসব সার্চ ইঞ্জিনে সার্চ করেও সেই ভিডিও দেখা সম্ভব। বেখুব নাখি? ভিপিএন/প্র্রক্সি দিয়া যারা দেখার তারাতো ঠিকই দেখতেছে ইউটিউব, মানুষরে এত পেইন দেয়ার মানেটা কি? বাংলালায়নের আরেকটা বড় সমস্যা হল, প্রণ সাইটগুলাও ডিজেবল করে রাখছে। প্রনহাব, এক্সেনেক্সেস আরে ভাই বাংলালায়ন কইতে গেলে দেশের লিডিং একটা আইএসপি, তারা যদি সাইটে এত রিস্ট্রাইকশান রাখে কেমনে হইল? কোন সাইটে ঢুকবে, কোন সাইটে ঢুকবে না সেটা বিবেচনার মালিক হইল ইউজার –আইএসপি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।