সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..
রাতদুপুরে রঙবুনে যাই
চোখগুলো তাই জাগে
আটপ্রহরে পাই তোমাকে
গভীর অনুরাগে
বালিকাগো তুমি-ই গোলাপ
আমার হৃদয় বাগে।
মিটি হাসি একলা নিজে
তোমার পরশ পেয়ে
সময় কাটে সুখ সাগরে
সুখেরগীতি গেয়ে
বালিকাগো জোসনা খুঁজি
তোমার দিকে চেয়ে।
যেদিক দেখি তোমার ছবি
চোখের আগে পাই
উদাস আমি তোমায় নিয়ে
যাই হারিয়ে যাই
বালিকাগো তুমি-ই জীবন
তাই তোমাকে চাই।
তোমায় খুঁজি কাকডাকা ভোর
কিংবা মেঘের ভাজে
হাত রেখো তাই আমার হাতে
ভালো সকল কাজে
বালিকাগো তোমার হাসি
আমার হিয়ায় বাজে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।