আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় এসেছে আমার ছড়াগ্রন্থ “স্বপ্নবালিকা”

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

একুশের বইমেলায় আমার রোমান্টিক ছড়াগ্রন্থ স্বপ্নবালিকা বের হয়েছে । মনমাতানো ভালবাসার সকল ছড়া নিয়ে মলাটবন্দি বইটির ভূমিকা লিখেছেন বাংলা ছড়াসাহিত্যের প্রতিথযশা ছড়াকার লুৎফর রহমান রিটন। শিল্পী স্বপন তীর্থের আঁকা প্রচ্ছদের বইটি প্রকাশ করেছেন জলছাপ প্রকাশনের লোকমান আহম্মদ আপন। বইটির দাম রাখা হয়েছে বাংলাদেশ ৬০ টাকা, আমিরাত ১০ দেরহাম ইউএসএ ২ ডলার।

বইটি বইমেলার ম্যাগনাম ওপাস, স্টল নং ৭১, ৭১, আমির প্রকাশন, স্টল-৪২৬ এবং লিটল ম্যাগ চত্ত্বরে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ছড়াকার তরুণ বয়সে সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় ২০১০ সালে “ড. মুমিনুল হক এ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ছড়াকার লুৎফুর রহমান নতুন প্রজন্মের এক প্রতিশ্র“তিশীল ছন্দচাষি। দুবছর ধরে আমিরাতের পরবাস জীবনের নিত্য সঙ্গি তার ছন্দ আর শব্দ। আর তার সকল সমসাময়িক ভালবাসার রঙধনু এঁকেছেন স্বপ্নবালিকা বইটিতে।

স্বপ্নবালিকা বইটিতে বর্তমান যুগের প্রেমের চাওয়া-পাওয়া আর স্বপ্নের জালবুনা একদল তারুন্যের উচ্ছ্বাস ফুটিয়ে তুলেছেন তিনি নিপুণভাবে। মেলা ছাড়াও বইটি পাওয়া যাবে দেশের সকল সম্ভ্রান্ত লাইব্রেরীতে। প্রয়োজনে আগ্রহীরা ছড়াকারের সাথে যোগাযোগ করতে পারেন এই ইমেইলে:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।