সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যান। সাতছড়ি অর্থ সাতটি ছড়া, অর্থাৎ পাহাড়ি ঝরণা। এসব ছড়ার কোনো কোনটির দেখা মেলে আজও। এ উদ্যানটিতে জীববৈচিত্র্যের কমতি নেই। উদ্যানের বাসিন্দা প্রায় ১৯৭ প্রজাতির জীবের মধ্যে ১৪৯ প্রজাতিই পাখি।
সাতছড়িকে তাই পাখির রাজ্য বললেও কমবেশি বলা হবে না। এছাড়া অনেক প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণীর দেখা মিলে সাতছড়ি জাতীয় উদ্যানে। পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ট্রেইল পথ আছে। একটি আধা ঘণ্টার, অন্যটি এক ঘণ্টার এবং আরেকটি তিন ঘন্টার হাঁটাপথ। সাতছড়ি জাতীয় উদ্যানটির মধ্যে যে টিপরা পাড়াটি আছে, সেখানে আদিবাসী ত্রিপুরা সম্প্রদায়ের ২৪টি পরিবারের বসবাস।
বন দেখার সঙ্গে সঙ্গে এখানে দেখে আসতে পারেন এ আদিবাসীদের জীবনধারা। এছাড়া সাতছড়ির আশপাশে বেশ কটি চা-বাগানও আছে।
চাবাগানগুলোর সৌন্দর্যও অবর্ণনীয়। গেলে দেখতে পাবেন চা-শ্রমিকদের পাতা তোলার কৌশল।
ঢাকা থেকে দিনে দিনেই সাতছড়ি বেড়িয়ে আসা সম্ভব।
তবে থাকতে চাইলে সারাদিন ঘুরে হবিগঞ্জ শহরে গিয়ে থাকা যাবে। সেজন্য খুব সকালে সিলেটের যে কোনো বাসে এসে মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বরে নেমে সাতছড়ি আসতে হবে। তবে ফিরতি পথে হবিগঞ্জ হয়ে ফেরাই ভালো।
ঘুরে আসুন সাতছড়ি জাতীয় উদ্যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।