আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএ গোল্ডেন জুবিলি এ্যাওয়ার্ড পেলেন শাইখ সিরাজ



১২ অক্টোবর ২০১০, রোববার রাতে লণ্ডনের পার্ক প্লাজা ওয়েস্ট মিনিস্টার হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো বৃটিশ বাংলাদেশীদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের ৫০ বছর পূর্তির গোল্ডেন জুবিলি উৎসব। বাংলাদেশের কৃষি অর্থনীতি ও গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে দেয়া হয় বিসিএ গোল্ডেন জুবিলি এ্যাওয়ার্ড। তার সঙ্গে এই বিশেষ সম্মাননা পান ব্রিটেনের নব নির্বাচিত বাংলাদেশী সংসদ সংসদ রুশনারা আলী, বিট্রেনের আরেকজন এমপি এ্যানী মাইন এবং প্রয়াত তারা মিয়া খান। অনুষ্ঠানে ১১ জন বৃটিশ বাংলাদেশী রেষ্টুরেন্ট মালিককে দেয়া হয় ক্যাটারার্স অব দি ইয়ার অ্যাওয়ার্ড। জমকালো ওই অনুষ্ঠানে যোগ দেন বৃটেনের বেশ কজন মন্ত্রী, এমপি, লর্ড, মিডিয়া ব্যক্তিত্ব, স্বনামধন্য ব্যবসায়ী, বৃটিশ সেলিব্রেটিসহ বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ড. সৈয়দ মোদাচ্ছের আলী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।