Mahmood Khan
ব্রিটেনের বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এবার বিসিএ অ্যাওয়ার্ড পাচ্ছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ব্রিটেনে ১২ হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকদের সংগঠন বিসিএর নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর লন্ডনে অনুষ্ঠেয় সংগঠনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তুলে দেয়া হবে এই পদক। যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো ও ক্ষুধার বিরুদ্ধে সাংবাদিকতায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই এইচ বুর্মা অ্যাওয়ার্ড বিজয়ী শাইখ সিরাজের সঙ্গে এবার এই পদক গ্রহণ করবেন ব্রিটেনের নবনির্বাচিত বাংলাদেশি সংসদ সদস্য রুশনারা আলী, বিট্রেনের আরেকজন এমপি অ্যানি মাইন এবং তারা মিয়া খান। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাইখ সিরাজ বিগত ৩০ বছর যাবৎ কৃষিক্ষেত্রে তার সাংবাদিকতাসহ নানামুখী গণমাধ্যম তৎপরতা অব্যাহত রাখার সুফল হিসেবে বাংলাদেশের গ্রামীণ জীবনে জাগরণ সৃষ্টি হয়েছে। কৃষিতে এসেছে নতুন গতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।