আমাদের কথা খুঁজে নিন

   

Google তৈরি করল চালকবিহীন গাড়ি robot car, যা কি না নিজে নিজেই চলবে?

আরেকটি হাবি জাবি ব্লগ!!

নতুন চমক দেওয়াই Google এর কাজ। তেমনি এক চমক হচ্ছে চালকবিহীন গাড়ি। একটি গাড়ি চালক ছাড়া, এখানে রয়েছে একটি মানুষা যার নেই ব্রেন, আর রয়েছে একটি ম্যাপ যার কোন ব্যবহার কারির প্রয়োজন নেই। গাড়িটির কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন ১০-১০-২০১০ তারিখে। এ দিনে গাড়িটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন সড়কে নিজে নিজে চলে।

এটির রয়েছে ৩৬০ ডিগ্রি দেখার সুবিধা। একটি রোবট ড্রাইভার এটি নিয়ন্ত্রন করে। অন্য যানবাহন দেখার জন্য গাড়িটির ছাদে কয়েকটি ভিডিও ক্যামেরা, সেন্সর ও লেজার রশ্মির ফাইন্ডার রয়েছে। কোন কোন পথ দিয়ে এটি যাবে, তা আগে থেকেই প্রোগ্রাম করা ছিল। সে অনুযায়ী গাড়িটি চলেছে।

Google বলেছে গাড়িটি এরই মধ্যে এক লাখ ৪০ হাজার মাইল পথ অতিক্রম গাড়িটির লক্ষ্যঃ সড়কে মানুষের চলাচল নিরাপদ করাই Google এর এই প্রকল্পের প্রধান লক্ষ্য। বিশ্বে প্রতিবছর ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ থকে রেহাই পেতে চালকবিহীন এই গাড়ি তৈরি করা হয়েছে। Google আশা করছে, গাড়িটি একসময় যানজট কমাতে ও দুর্ঘটনা রোধে সহায়তা করবে। এটি কল ট্রাফিক আইন মেনে চলবে, লেন মেনে চলবে এবং গতি মেনে চলবে।

তারা বলে “Our goal is to help prevent traffic accidents, free up people’s time and reduce carbon emissions by fundamentally changing car use” তবে গাড়িটি এখনো বাজার জাত করার অনুমতি পায় নি। এটি ছিলো পরীক্ষা মূলোক। এখানে গিয়ে ভিডিও দেখতে পারবেন। http://www.youtube.com/watch?v=6LYi2NAi8zE

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.