বাংলা ছায়াছবির নাম অবলম্বনে রচিত
"শেষ উত্তর"
# এম, এ, এস. মানিক
প্রাণের প্রিয়তমা,
শুরুতেই বুক ভরা ভালবাসা নিও। অনেক দিন আগে পত্র দিয়েছি কিন্তু আজ পর্যন্ত শেষ উত্তর পেলাম না। জানিনা, তোমার নিকট আমি কোন অপরাধ-এ অপরাধী। তুমি হঠাৎ করে এমন অভিমান করবে তা আমি 'অনুভব' করতে পারিনি। লোকমুখে অনেক অপবাদ-এর কথা শুনেও আমি অবিশ্বাস করেছি।
কিন্তু আজ আমি বিশ্বাস না করে আর পারছিনা। কারণ, তুমি তো একদিন আমাকে নিয়ে সুখের স্বপ্ন নামে একটি কবিতা লিখেছিলে। তুমি বলেছ, আমি বদমাইশ; বেদ্বীন; বেঈমান ইত্যাদি। বকুল ফুলের মালা জড়িয়ে দিয়েছিলে আমাকে। আজও ভুলিনি সে কথা।
তুমি লিখেছিলে---
'স্বপ্ন'-এ দেখা সেই 'স্বপ্ন কুমার'; 'স্বপ্নের নায়ক' তুমি
'স্বপ্নের পৃথিবী'-তে 'স্বপ্নের ঠিকানা' 'তোমাকে চাই' শুধু আমি।
'হৃদয়ের আয়না' 'কলিজার টুকরা' তুমি 'কত যে আপন'
আমার 'অন্তরে অন্তরে' 'শুধু তুমি' 'চোখে চোখে' স্বপন।
'তুমি যে আমার' 'নয়নের আলো' 'দুই নয়ন'-এর 'জ্যোতি'
'স্বজন' তোমার 'ভালবাসা' আমায় করেছে 'ভাগ্যবতী'।
'প্রাণের চেয়ে প্রিয়' 'তুমি আমার' 'মনের মাঝে তুমি'
আছো 'আমার অন্তরে তুমি' 'তুমি শুধু তুমি'।
'ভুলনা আমায়' ওগো 'স্বপ্নের রাজা' 'চাই শুধু ভালবাসা'
তোমার 'জীবন সঙ্গিনী' হতে ছিল আমার 'অনেক দিনের আশা'।
'জীবন দিয়ে ভালবাসি' তোমাকে, তুমি 'আপনজন'
'প্রিয়তুমি' আমার 'নয়ন মণি' 'মনের মত মন'।
'সাত রাজার ধন' 'মানিক' 'মনি কাঞ্চন' হাতের 'কংকন' আর
'শত জনমের প্রেম' 'বন্ধু আমার' কণ্ঠ 'মণিহার'।
'জনম জনম' ধরে থাকবে আমার 'হৃদয়ে লেখা নাম'
আমি 'প্রিয়তমা' 'শুধু তোমারই' 'এই মন তোমাকে দিলাম'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।