আমাদের কথা খুঁজে নিন

   

তুরাগে ডুবে যাওয়া একটি বাস; ভেঙ্গে যাওয়া স্বপ্ন



একটুও সুযোগ মেলেনি। বাঁচার সুযোগ একটুও না! চোখের জল ফেলারও নয়। ওপর ওয়ালা তোমাকে ডাকার সুযোগও একবার দিলেনা। ডুবিয়ে মারলে তুরাগের জলে! ২ দুটো দিন পার হয়ে গেলো মাত্র ৮ টি লাশ মিলেছে। আরো বাকি ৪২।

প্রাণপাখি উড়ে গেলে ২দিনে তুরাগের জলে ডোবা লাশ নিয়ে কি করবে? আহাজারি? কান্নায় বুক ভেসে যাবে। সত্যিই অনেক কেঁদেছি, অনেক খুঁজেছি আপনজনদের। যারা একবার হারিয়ে যায় তারা কি আর ফিরে আসে? ডুবে যাওয়া একটা বাস! আমাদের মতো সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। আমাদের তো বেঁচে থাকাটাই ঠিক না। কেনো যে মিছে মিছে স্বপ্ন দেখি।

বৈশাখি পরিবহনের যে বাসটি সাভারে গিয়েছে আমি সে বাসের যাত্রী ছিলাম না। তবে সাভারে তো আমার মতো অনেককেই যেতে হয়। পথে বেরুতে হয় আমারই মতো সব মানুষকেই। তাই বলে কি প্রিয়জনদের মুখটি একবার দেখার সুযোগও মিলবে না? কতো দূর্ঘটনাই তো ঘটে যায়, জীবন থেমে থাকে না। তবে অনেক কেঁদেছি।

অনেক কষ্ট পেয়েছি। এই সুন্দর পৃথিবী এভাবে ছেড়ে যেতে হবে বলে। পৃথিবীতো ছাড়তেই হবে, আজ হোক কাল হোক তবে এভাবে ! তুরাগের জলে স্বপ্ন ভেসে যাওয়া এই প্রাণগুলোর জন্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।