আমাদের কথা খুঁজে নিন

   

চরফ্যাশনে ট্রলারসহ ৮ জেলেকে অপহরণ

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে ২১ জনকে আহত করে বলে পুলিশ জানিয়েছে।
চরফ্যাশন থানার  ওসি আবুল বাশার জেলেদের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর ও পারু মাঝিসহ চারটি ট্রলারের মাঝিমাল্লারা সাগর মোহনায় মাছ শিকার করছিলেন।
এ সময় জলদস্যুরা জেলেদের উপর অতর্কিত হামলা চালায়। তারা চারটি ট্রলার ও আট জেলেকে অপহরণসহ প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় তারা জেলেদের মারধরও করে।
ওসি আরো জানান অপহৃত জেলেদের উদ্ধারে মনপুরার চর নিজাম থেকে পুলিশের একটি টিম এবং কোস্টগার্ড শুক্রবার অভিযানে নেমেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।