আমাদের কথা খুঁজে নিন

   

বাইনারী দিবস নিয়ে লেবু চিপা।(একটি বাস্তব সায়েন্টিফিক রম্যরচনা + সত্য ঘটনা)



বাইনারী দিবস নিয়ে পত্রিকাগুলাতে, মানুষজনের মুখে মুখে, সামুতে, ফেসবুক স্ট্যাটাসে কথাবার্তা গমগম করছে। যন্ত্রণার কোনই সীমা নাই। প্রিয় মানুষটাও ফোন করে বলে, "জানো, আজকে বাইনারি দিবস, ১০। ১০। ১০" আমিও মাথা গরম করে বলে ফেললুম, "তাতে এতো স্ফূর্তির কি হইলো? এই বছর এর আগে আরো তিনটা বাইনারী দিবস গেছে, বাকি আছে আরো দুইটা।

" উত্তর আসলো, "হইলো, এখন আবার পন্ডিতি শুরু করবা না" ততক্ষণে আমি ফর্ম পেয়ে গেছি, "আরে এই বছরটাই তো শুরু হলো বাইনারী দিয়ে, পয়লা জানুয়ারি, ০১। ০১। ১০, এর ঠিক নয়দিন পরেই তো আরেকটা হলো, ১০। ০১। ১০, এছাড়া এই মাসের শুরুটাও তো ছিলো বাইনারি দিয়ে, পয়লা অক্টোবর, ০১।

১০। ১০ " কিছুক্ষণ নীরবতা(ফোনটা রেখেই দিলো নাকি?!?), "জ্ঞান বিতরণ শেষ?" আমি নতুনভাবে উদ্যম ফিরে পেলুম, "আরো আছে, কালকেও বাইনারী দিবস, এগারো অক্টোবর, ১১। ১০। ১০; আবার আগামী মাসেও দুইটা আছে-দশ আর এগারো নভেম্বর, মানে কিনা ১০। ১১।

১০ আর ১১। ১১। ১০" (এইবার মনে হয় কাজ হয়েছে-চোরা দীর্ঘ নিঃশ্বাস শুনলাম একটা। বাইনারী দিবস নিয়ে সকল আগ্রহ শেষ) "আমি শখ করে একটা কথা বললাম আর তুমি এটারে কি করলা?"(এই প্রসঙ্গ আবার শুরু হতে লাগলো নাকি?) আমি সতর্কতার সাথে পরের চাল দিলাম, "আসলে ছয়টা বাইনারী দিবস হবার কারন লুকিয়ে আছে পারমিউটেশন আর কম্বিনেশনের..." "খট্‌"(এই ধাপ্পাটা কাজে লেগেছে, ফোন রেখে দিলো একবারে) মোরালঃ ইনফর্মেশন ওভারলোড করে দিন। প্রতিপক্ষ পালাবেই।

সতর্কতাঃ ধাপ্পা দিতে গিয়ে ধরা খাবেন না। প্রতিক্রিয়াঃ গত ঘন্টা দুয়েক ধরে ফোন অফ পাচ্ছি। কোন কথা নাই। সৌভাগ্যঃ পারমিউটেশন-কম্বিনেশন করে দেখলাম আরও দুইটা ছিলো, বলি নাই। নাইলে কপালে আরও দুঃখ ছিলো।

(১১। ০১। ১০, ০১। ১১। ১০)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।