আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন
১০-১০-১০
এই দারুন একটি দিনে কিছু করা দরকার....
তাই ভাবলাম,আসুন একে অপরের সাথে পরিচিত হয়...
তার আগে আমার পরিচয়টা দেয়...
আমি একটি সাধারণ মানুষ,তবে অসাধারণ সব চিন্তায় ব্যস্ত....
একটি প্রাইভেট ইউনিভারসিটিতে পড়ছি,এইতো এক বছরের মধ্যেই ইনশাআল্লাহ বের হয়ে যাব.....মুটামুটি বেশ বিরক্ত,কবে পড়া লেখা শেষ হবে,যথচ আম্মু আশা করে বসে আছেন আমাকে PhD করাবেন,তার ইচ্ছা আমাকে একজন Lecturer বানাবেন।তার সন্তানদের নিয়ে তার অনেক স্বপ্ন,শুনে মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যায়।আম্মু একটু বেশী কথা বললেও,মানুষ হিসেবে অনেক সরল এবং সাহসী....তবে কিছু কিছু ব্যাপারে সহজে বেশ গাবড়ে যায়,যেমন ধরুন তার ছোট মেয়ে সোফা থেকে পড়ে গেছে,তিনি এমন জোরে চিৎকার দেবে যেন পুরো সোফা তার ছোট মেয়ে উপর গিয়ে পড়েছে.....
ওহ! আমি দেখী আমার কথার থেকে আম্মুজানের কথা বেশী বলছি.....
এখন আপনারা আপনাদের কিছু বলুন.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।