আমাদের কথা খুঁজে নিন

   

বেন্ড রিভিউ –মেটালিকা -হেভি মেটাল, থ্রাশ মেটাল ইত্যাদি



জন্মস্থান- লস এ্যাঞ্জেলস ,ক্যালিফোর্নিয়া,আমেরিকা ,ক্যালিফোর্নিয়া,আমেরিকা জেনার- হেভি মেটাল, থ্রাশ মেটাল, হার্ডরক, স্পীড মেটাল মেটালিকা একটি আমেরিকান হেভি মেটাল ব্যান্ড যা ১৯৮১ সালে লস এ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়াতে গঠিত হয়। ড্রামার লারস উলরিচ স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দিলে ব্যান্ডটি গঠিত হয়। ব্যান্ডটির প্রাথমিক লাইন-আপ ছিল ড্রামাসে লারস উলরিচ, রিদম গিটার ও ভোকালে জেমস হেটফিল্ড, লিড গিটারে কিরক হ্যামেট এবং বেজ গিটারিস্ট বারবার পরিবর্তন হয়েছে। বর্তমানে আছেন রবার্ট তুরজিল্ল। ইতিহাস ১৯৮৬ সালে মাস্টার অব পাপেট অ্যালবামটি প্রকাশের সাথে সাথে তাদের আন্ডারগ্রাউন্ড ভক্ত ও সমালোচকদের সুদৃস্টি গড়ে ওঠে।

ব্যান্ডটিকে প্রথম ৪টি বড় থ্রাশ মেটাল ব্যান্ডের মধ্যে (স্লেয়ার, মেগাডেথ ও অ্যানথ্রাক্স) অন্যতম ধরা হয়ে থাকে। মেটালিকা ২টি লাইভ অ্যালবাম, ৪৫টি সিংগেলস, ২৪টি ভিডিও, ২টি ইপি এবং ৯টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করে। তাদের ৫ম অ্যালবাম বিলবোর্ডের ১ম স্থান দখল করে, যা তাদের মূলধারার শ্রোতাদের কাছাকাছি নিয়ে আসে। মেটালিকা ৯ট গ্রামি এডওয়ার্ড জিতে নেয়। ১৯৯১ সালের অ্যালবাম মেটালিকার ১৫ মিলিয়ন কপি আমেরিকায় ও ২২ মিলিয়ন কপি সারা বিশ্বে বিক্রি হয় যা ছিল ২৫তম সর্বাধিক বিক্রিত অ্যালবাম।

তাদের সর্বশেষ অ্যালবাম ডেথ ম্যাগনেটিক ১০০ মিলিয়ন কপি বিক্রি হয় সারা পৃথিবীতে। এ পর্যন্ত তাদের ৫,২২,৭১,০০০ কপি অ্যালবাম শুধুমাত্র আমেরিকাতে বিক্রি হয়েছে। ' ১৯৮৮ সালে প্রকাশিত এ্যান্ড জাস্টিস ফর অল অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য পায় বিলবোর্ডের ৬ষ্ঠ স্থান দখল করে। ১৯৮৯ সালে সবাই ধারণা করেছিল যে মেটালিকা গ্রামি পাবে। মেটালিকা তাদের ওয়ান গানটি পরিবেশনের পর মঞ্চের পেছনে দাঁড়িয়ে ছিল গ্রামি নেওয়ার জন্য, কিন্তু সেটা পায় জেথ্রও তুল ক্রেস্ট অব আ নেভ অ্যালবামের জন্য।

মেটালিকা তাদের প্রথম মিউজিক ভিডিও ওয়ান গানটির জন্য বানায় যা জনি গট হিজ গান সিনেমার ফুটেজের সাথে মিশ্রিত ছিল। গানটি ৩৮তম স্থান দখল করে এমটিভি ১০০ সর্বকালের টপ ভিডিও তালিকায়। ১৯৯২ সালে গানস এ্যান্ড রোজেস ব্যান্ডের সাথে সফরের সময় জেমস হেটফিল্ড আগুনের আঘাতে আহত হন এবং বাহুতে, হাত, মুখে পোড়া আচ লাগে। ১৯৯৯ সালে মেটালিকা সিম্ফোনি অর্কেস্টার সাথে গান গায় মাইকেল কামেনের নির্দেশনায়। মাইকেল কামেনের ১০০ জনেরও বেশি স্টাফ গানগুলো অন্যান্য বাদ্যযন্ত্রের সাথে পরিবেশন করে।

কনসার্টির ভিডিও ফুটেজ ও অডিও বের হয় ১৯৯৯ সালে ও বিলবোর্ডের ২য় স্থান দখল করে। ২০০১ সালে জেমস হেটফিল্ড অ্যালকোহলে আসক্তির জন্য মাদক পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হয়। ফলে তাদের নতুন অ্যালবাম রেকর্ডিং অনিশ্চিত হয়ে পড়ে। এমটিভি-এর মতে মেটালিকা ৩য় গ্রেটেস্ট হেভি মেটাল ব্যান্ড। বর্তমান সদস্য জেমস হেটফিল্ড লারস উলরিচ কিরক হ্যামেট রবার্ট তুরজিল্লো মেটালিকার জনপ্রিয় কিছু গানের লিঙ্ক Nothing Else Matters Enter Sandman One Master Of Puppets For Whom The Bell Tolls Sad But True উইকিমিডিয়া থেকে নেয়া


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।