বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
বাংলাদেশের একমাত্র আনত্দর্জাতিক মানের মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গতকাল থেকে শুরু হয়েছে গুরিন্দার চাধা পরিচালিত 'বেন্ড ইট লাইক বেকহ্যাম' মুভির প্রদর্শন। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মুভিটির সেন্সর ছাড়পত্র পেয়েছে। গুরিন্দার চাধার এই ব্লকবাস্টার মুভিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পারমিন্দার নাগার এবং পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ানখ্যাত কেরা নাইটলি। 'বেন্ড ইট লাইক বেকহ্যাম' স্পোর্টস কমেডি টাইপের মুভি।
লন্ডনে বসবাসরত এক ইন্ডিয়ান পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে মুভিটির কাহিনী। এই ইন্ডিয়ান পরিবারের ফুটবলপ্রেমী মেয়ে জেস। সে স্থানীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় এবং একজন প্রফেশনাল ফুটবল খেলোয়াড় হতে চায়। কিন' জেসের বাবা-মা মেয়ের এই ফুটবল খেলা মোটেও পছন্দ করে না। তারা সনাতন রীতিনীতিতে বিশ্বাসী এবং সবসময়ই জেসের ফুটবল খেলার বিরোধিতা করে।
কিন' জেস কোনোভাবেই ফুটবল খেলা ছাড়তে পারে না। এরই মাঝে জেসের বড়ো বোন পিঙ্কির বিয়ে ঠিক হয়। পিঙ্কি ইন্ডিয়ান রীতিনীতিতে বিশ্বাসী। সে আজীবনের জন্য একজন গৃহিণী হওয়ার স্বপ্ন দেখে। আর জেস স্বপ্ন দেখে তার ফুটবল হিরো ডেভিড বেকহ্যামের মতো হওয়ার।
পিঙ্কির বিয়ের দিন ঠিক হয়। কিন' বিপত্তি বাধে জেসকে নিয়ে। কেননা বোনের বিয়ের দিনই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জেসের বাবা জেসকে জিজ্ঞেস করে সে কি তার বড়ো বোনের মুখে হাসি চায়, নাকি সেদিনও ফুটবল খেলতে চায়। জেস বোনের বিয়ের জন্য ফাইনাল খেলায় অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধানত্দ নিলেও বিয়ের অনুষ্ঠানের মাঝেই তাকে খেলার মাঠে যেতে হয়।
অবশ্য জেসের বাবাই মেয়েকে অনুমতি দেয়। জেস গোল করে দলকে জেতায় এবং বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ফিরে আসে। বাবা ছাড়া পরিবারের অন্যরা এই ঘটনা জানতেও পারে না। জেস সেরা খেলোয়াড় হিসেবে আমেরিকা যাওয়ার জন্য স্কলারশিপ পায়। জেসের বাবা-মা শুরুতে জেসকে আমেরিকা যেতে দিতে রাজি না হলেও শেষ পর্যনত্দ তারা তাদের সনাতন রীতিনীতি ভুলে মেয়ের ফুটবলার হওয়ার স্বপ্ন বাসত্দবায়নে সম্মতি দেয়।
পারমিন্দার নাগার এবং কেরা নাইটলি ছাড়া এ মুভির অন্য অভিনয় শিল্পীরা হলেন শাহিন খান, অনুপম খের, অমিত সানা, সাজনা লিউস এবং জনাথন রায়। 3 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর প্রতিদিন বেলা 11টা 30 মিনিট, দুপুর 2টা, বিকাল 4টা 50 মিনিট এবং সন্ধ্যা 7টা 30 মিনিটে স্টার সিনেপ্লেক্সে মুভিটির শো শুরু হবে। টিকিটের মূল্য রেগুলার সিট 100 টাকা এবং প্রিমিয়ার সিট 150 টাকা। দর্শকরা পুরোপুরি সিনেমা স্কোপ, ডিটিএস এবং ডলবি 5.1 সাউন্ড সিস্টেম সুবিধায় 115 মিনিটের এ মুভিটি উপভোগ করতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।