আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে টেকি চোর ধরা পরছে !!!!!!! চোরের আবার বড় গলা (টেকি মামুরা দেখেন)



[ প্রথমেই লিঙ্ক এ ঢুইকেন না, আমার কথা গুলা পইড়া লন। তার পর লিঙ্কে ক্লিকান। ] এক সিনিয়র ব্লগার ভাই (তাকে আমি যথেষ্ট সম্মান করি) ""ওয়েব হোস্টিং কিনার জন্যে দারুন একটি সাইট"" শিরোনামে এটা পোষ্ট দিলেন। যথারিতী আমি পোষ্টে ঢুকলাম, ওতার সাইট টা ভিজিট করলাম। দেখলাম, ১।

জুমলা দিয়া করা, ফালতু ডিজাইন। ২। ফুটারে আরেক টেম্পলেট সাইট এর ক্রেডিট লিঙ্ক ৩। নাল whmcs (চোরাই বা পাইরেটেড) ৪। জিপি নাম্বারের টাইটেল টোল ফ্রি (মানে কল দিলে টাকা কাটবে না) এত কিছু দেখার পর ও, আমি শুধু বললাম, হোস্টিং কোম্পানির মেইন সাইট জুমলা বা ওপেন সিএমএস দিয়া না করা ই ভালো।

ভেলু কইমা যায়। তিনি আমার "ভেলু" বানান ভুল ধরলেন। আমি নাকি বলেছি "ওপেন সিএমএস ভাল না" , এই লজিক কই পাইলাম, ওপেন সিএমএস এর লাইগা নিজের সিএমএস বেচতে পারি না। এই সব আজাইরা কথা। আমি কোডিং এর "ক" জানি না।

OK ভাল কথা, আমি কোডিং এর "ক" ও জানি না। কিন্তু ...... আমি না পারলে দোষ নাই, তার হোস্টিং কোম্পানি, তিনি না পারলে তো প্রবলেম তিনি কেন আরে টেনপ্লেট সাইট এর টেম্পলেট ইউজ করেন? এত সিএমএস এর কদর বুঝেন, তিনি কেন নাল whmcs ইউজ করেন? আমি "ক" জানি না, কিন্তু তিনি তো "ঁ" চন্দ্রবিন্দু পর্যন্ত জানেন। উনার সাইটের কেন এই অবস্থা ? জানতে চাই ........................... ___________________________________________ তার সেই ঐতিহাসিক পোষ্টঃ Click This Link সেই ঐতিহাসিক জুমলা সাইটঃ http://www.bd-hosting.com/#footer_left সেই ঐতিহাসিক নাল whmcs http://www.whmcs.com/members/verifydomain.php

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.