(প্রিয় টেক) স্পেকট্রামের জন্য ভ্যাট রিবেটের বিষয়টি স্পষ্ট, টুজি ও থ্রিজি লাইসেন্সের কিছু শর্ত পরিবর্তন, সিম রিপ্লেসমেন্ট (প্রতিস্থাপন) এবং ভ্যাট সংক্রান্ত নানান জটিলতা আর বিতর্কের মধ্য দিয়ে সোমবার থ্রিজি নিলামের আবেদন করেছে মোবাইল ফোন অপারেটররা। কিন্তু সিম রিপ্লেসমেন্ট সংক্রান্ত মোবাইল অপারেটরদের কাছে পাওনা এনবিআরের ৩১০০ কোটি টাকার কোন সুরাহা হয়নি। যদিও এসব বিরোধের বিষয়ে গত ৬ জুন এক রায়ে ৩ হাজার ১০০ কোটি টাকা পাওনার বিষয়টি মীমাংসা করার জন্য এনবিআরকে নির্দেশ দেন হাইকোর্ট। রায় ঘোষণার ১২০ দিনের মধ্যে সমস্যা সমাধানে এনবিআরকে সময়ও বেঁধে দিয়েছেন আদালত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।