আমাদের কথা খুঁজে নিন

   

হাতেম আলী কলেজের নতুন অধ্যক্ষ শংকর দত্ত

এদিকে, বিকালে তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরনের সঙ্গে দেখা করতে গেলে সাবেক মেয়র আগের একটি ঘটনায় তার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে শংকর দত্তকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে যোগ দিতে গিয়ে কয়েকজন ছাত্র ও যুবকের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এই অধ্যাপক।
এ ঘটনার জন্য আট মাস পর শংকর দত্তের কাছে ক্ষমা চাইলেন বলে হিরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।


হিরন বলেন, নতুন কর্মস্থলে যোগদানের পর বিকালে অধ্যাপক শংকর তার (হিরন) বাসভবনে যান। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন।
গত ৩০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ননী গোপাল দাসকে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অর্থনীতি বিভাগে বদলি করে। আর বরিশালের চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শংকর চন্দ্র দত্তকে বিএম কলেজের অধ্যক্ষ নিযুক্ত করে।
এর প্রতিবাদে পরদিন (৩১ জানুয়ারি) সকাল থেকে ননী গোপাল দাসের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের প্রধান ফটক, প্রশাসনিক ভবন এবং ২১ বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।


এরপর ১২ ফেব্রুয়ারি নতুন অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত বিএম কলেজে যোগ দেয়ার উদ্দেশ্যে কলেজে যাওয়ার পথে কিছু ছাত্র ও বহিরাগত যুবক তাকে মারধর করে।
এঘটনায় ১৩ ফেব্রুয়ারি অজ্ঞাতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন শংকর দত্ত।
ওইদিন বিকালে চার যুবককে পুলিশে সোপর্দ করেন বরিশালের তৎকালীন সিটি মেয়র শওকত হোসেন হিরন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।