প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক সামাজিক কর্মসূচির আয়োজন করে আসছে হাজারীবাগ বন্ধুরা। এরই ধারাবাহিকতায় বন্ধু প্রতিদিন ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে দরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজারীবাগ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি শওকত রায়হান ও স্থানীয় বন্ধু প্রতিদিনের সভাপতি হুমায়ুন আহমেদ মন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু প্রতিদিনের উপদেষ্টা মোহাইমেন বয়ান, খন্দকার মনিরুল ইসলাম, সিনিয়র ফটো সাংবাদিক আরিফুল ইসলাম বাবু, কাজী রায়হান হাবীব সময়, মো. আকবর হোসেন। ভবিষ্যতে সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি শওকত রায়হান ও হুমায়ুন আহমেদ মন্টু। * বন্ধু প্রতিদিন ডেস্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।