রাজধানীর হাজারীবাগ বাড্ডানগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এএসআইসহ ১৩ জনকে আটক করেছে র্যাব-২ এর একটি দল। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়।
বাড়িতে তল্লাশি চালিয়ে জুয়ার আসর থেকে কিছু ইয়াবা ও নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা একজনকে তিন মাস এবং ১১ জনকে ১৫ দিন করে সাজা দেন। এছাড়া ধানমন্ডি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাইনুলকে ওই থানায় হস্তান্তর করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।