আমাদের কথা খুঁজে নিন

   

পার্শ্ববর্তি সহপাঠিনীকে

অজান্তে কনকলতা

পার্শ্ববর্তি সহপাঠিনীকে - হুমায়ুন আজাদ কি আর এমন ক্ষতি, যদি আমি চোখে চোখ রাখি? পদাবলি পড়ে থাক সাতাশে জুলাই বহুদূর। এখন দুপুর, দেখ দোতলা পড়ে আছে একা চল না সেখানে যাই করিডোরে আজ খুব হাওয়া বুড়ো বটে দু’টো দশে উড়ে এল ক’টা পাতিকাক স্নান কি করোনি আজ? চুল তাই মৃদু এলোমেলো খেয়েছো তো? ক্লাস ছিল সকাল ন’টায়। কিছুই লাগে না ভাল পাজামা প্রচুর ধুলো ভরা, জামাটায় ভাঁজ নেই পাঁচদিন আজ তুমি কি একটু এসে মৃদু হেসে তাকাবে সহজে? বলোনি তো কাল রাতে চাঁদ ছিল দোতলার টবে নিরিবিলি ক’টা ফুলে তুমি ছিলে একা সেদিন সকালে আমি, হাতে ছিল নতুন কবিতা, হেঁটে গেলে দ্রুত পায়ে তাকালে না তুমি কাজ ছিল নাকি খুব! বুঝি তাই হবে ওদিকে তাকাও, দেখো, কোলাহল নেই করিডোরে সেমিনার ফাঁকা হলো, হেডস্যার হেঁটে গেলেন ঐ না, না, যেওনা তুমি এইটুকু দূরে বই নিয়ে এ টেবিলে আমি আর ও টেবিলে তুমি নতমূখী।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।