আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুকে Pidgin IM Messenger ব্যবহার

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।

উইন্ডোজে চ্যাটিং বা মেসেঞ্জার হিসেব ইয়াহু বা লাইভ বা গুগল টক ম্যাসেঞ্জার বেশি ব্যবহার করা হয় । কিন্তু উবুন্টুতে মসেঞ্জার হিসেবে Pidgin IM Messenger ব্যবহার করা হয় যা উবুন্টু ইনস্টলেশন করার সময় সয়ংক্রিয়ভাবেই ইনস্টলেশন হয়ে সিস্টেমে যুক্ত হয়ে যায় । কিন্তু উবুন্টুতে এই একটি মাত্র Pidgin IM Messenger দিয়ে সকল সুবিধা পাওয়া যায় অর্থাৎ ইয়াহু বা লাইভ বা গুগল টক ম্যাসেঞ্জার এর যে কোন একটির User name , password দিয়ে Pidgin IM এ ব্যবহার করতে পারবেন । আসুন তাহলে দেখে নিই কিভাবে ব্যবহার করব এই Pidgin IM Messenger ১. ডেস্কটপের মেন্যু হতে Application এ ক্লিক করে Internet মেন্যু থেকে Pidgin IM Messenger এ ক্লিক করেন (Figure : 01 দেখুন) ।

এটি সয়ংক্রিয় ভাবেই ইনস্টলেশন থাকার কথা । যদি না থাকে তবে Application মেন্যু থেকে add/remove এ ক্লিক করে সার্চ বক্সে Pidgin লিখে সার্চ দিন । Pidgin লোড হলে ইনস্টলেশন উইজার্ড ব্যবহার করে Pidgin টি আপনার সিস্টেমে ইনস্টলেশন করে নিন। ২. Pidgin Internet Manager এ ক্লিক করার পর যে উইন্ডো দেখাবে সেখানে অফ বাটনে ক্লিক করুন । এবার একাউন্ট এ যুক্ত হবার জন্য একটি উইন্ডো প্রদর্শিত হবে (Figure : 02 দেখুন) ।

Log in option এ protocol , username , password ঘরে আপনার ইনস্ট্যান্ট মেসেঞ্জার এর নাম টাইপ করুন । পাসওয়ার্ড সেভ করতে চাইলে Remember password অপশনে ক্লিক করুন । ৩. user option এর নিচে Local Alias এর নাম সেট করে দিতে পারেন । এখানে“use this buddy icon...” অপশনে টিক চিহ্ন দিন । Advanced Option এখন অপশনে এ ক্লিক করুন ।

এখানে সার্ভারে Log in করার জন্য বেশ কিছু তথ্য থাকবে , এগুলো ঠিক করে নিন । তাপর সেভ বাটন চাপুন । ৪. অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে নতুন একটি উইন্ডো দেখতে পাবেন (Figure : 03 দেখুন) । একাধিক মেসেঞ্জার ব্যবহার করতে চাইলে add এ ক্লিক করে আগের পদ্ধতিতে অ্যাকাউন্ট add করুন । অ্যাকাউন্ট লিস্টে ইউজার যুক্ত হয়ে যাওয়ার পর Close বাটনে ক্লিক করে এ buddy List ফিরে আসুন ।

৫. Pidgin Messenger এ অতিরিক্ত ফিচার যুক্ত করার জন্য buddy List এ Tools মেন্যু থেকে plug-ins অপশনে ক্লিক করুন । এখানে অনেক গুলো ফিচার সমৃদ্ধ plug-ins দেখতে পাবেন । যদি কোন ফিচার ইনসটল করতে চান তবে ফিচারের বাম পাশে বক্সে এ টিক চিহ্ন দিন । ফিচারে টিক দেবার পর Configure plug-ins বাটনে ক্লিক করে plug-ins টি যুক্ত করে নিন । সব কিছু ঠিক হয়ে থাকলে Close চেপে বের হয়ে আসুন ।

৬. এবার username এবং password দিয়ে Log in করুন । এবং এই ভাবে উপোভোগ করুন Pidgin IM Messenger । আর উপোভোগ করুন সব মেসেঞ্জারের একত্রে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।