আমাদের কথা খুঁজে নিন

   

ভর্তিবাণিজ্য, নিয়োগবাণিজ্য, টেন্ডারবাজি, দলবাজিকরণে দেশের মানুষ এখন দিশেহারা: বিচারপতি হাবিবুর রহমান

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

ভর্তিবাণিজ্য, নিয়োগবাণিজ্য, টেন্ডারবাজি, দলবাজিকরণে দেশের মানুষ এখন দিশেহারা। বুধবার রাজধানীতে ই-গভর্ন্যান্স শীর্ষক এক গবেষণাপত্রের প্রকাশনা উৎসবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান একথা বলেন। তিনি বলেন, আমরা প্রশাসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। স্বাধীনতার পর থেকে দেশের সংবিধান প্রদত্ত স্থানীয় শাসনের বিধান লঙ্ঘন করে আসছি। এ বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ও আমরা পালন করিনি।

রাষ্ট্রীয় প্রশাসন গণতান্ত্রিক না হয়ে কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। তিনি বলেন, দেশের সুশীল সমাজ নির্বাচনের জন্য নানা সুপারিশ করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো সেসব সংস্কার গ্রহণ করেনি। ফলে নির্বাচন কমিশনের পক্ষে তা বাস্তবায়ন করাও সম্ভব হয়নি। হাবিবুর রহমান বলেন, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। কৃষকের কেরোসিন, বিদ্যুৎ পেতে নানা ভোগান্তি পোহাতে হয়।

খাদ্য নিরাপত্তায় সরকারের কার্যাবলী বিভ্রান্তিকর। খাসজমি পুনর্বন্টনে দুর্নীতি, কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে দুর্বল কাঠামোর কারণে প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির প্রতি সরকারের আগ্রহ থাকলেও সর্বস্তরে এর অংশীদারিত্বের অভাব রয়েছে। তিনি জানান, শ্রমিক অভিবাসন বাংলাদেশের সবচেয়ে বেশী রেমিটেন্স অর্জনকারী খাত হলেও সরকারের অভিবাসন প্রক্রিয়া শ্রমিকদের স্বার্থপরিপন্থী । সংবিধান পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সংসদের মাধ্যমেই এটা হওয়া উচিত।

তবে সংসদের বর্তমান হ্যাঁ বা না ভোট প্রক্রিয়াটি অস্বচ্ছ বলে মন্তব্য করেন তিনি। সূত্রঃ শীর্ষ নিউজ ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।