আমাদের কথা খুঁজে নিন

   

সিনসিনাটির ফাইনালে নাদাল, সেরেনা

নর্থ আমেরিকান হার্ডকোর্টে এ মৌসুমের সাফল্যে ধারা বজায় রেখে বের্ডিচকে শনিবার রাতে ৭-৫, ৭-৬ গেমে হারান নাদাল।
ফাইনালে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের জন ইসনারের সঙ্গে। সেমি-ফাইনালের অপর ম্যাচে ম্যারাথন লড়াইয়ে আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোর্তোকে ৬-৭, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।
সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে এই প্রথমবারের মতো উঠলেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় নাদাল। ২৬ অগাস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপনের আগে এ টুর্নামেন্ট জিতে প্রস্তুতিটা পরিপূর্ণই রাখতে চাবেন এই স্প্যানিয়ার্ড।


ফাইনালে ওঠার পর নাদাল বলেন, "খুবই ভালো লাগছে। এই টুর্নামেন্টে আগে কখনই আমি ভালো খেলতে পারিনি। "
কোয়ার্টার-ফাইনালে পুরানো প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে হারিয়েছিলেন রাফায়েল নাদাল। শেষ আটেই বাদ পড়েন পুরুষদের র‌্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে।
মেয়েদের ফাইনালে সেরেনা-আজারেঙ্কা
গত বারের চ্যাম্পিয়ন চীনের লি নাকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর সেরেনা উইলিয়ামস।


১৬টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন এই মার্কিনি ফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার।
অপর সেমি-ফাইনালে সার্বিয়ার ইয়েলেনা ইয়ানকোভিচকে ৪-৬, ৬-২ ও ৬-৩ গেমে হারিয়েছেন টানা দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী আজারেঙ্কা।
নাদালের মতোই প্রথম বারের মতো সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে উঠলেন এ বছরের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।