ইউএস ওপেনের প্রস্তুতিমুলক এই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে যুক্তরাষ্ট্রের সেরেনা ৬-০, ৬-৪ গেমে সহজেই হারিয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপকে।
এ পর্যন্ত ক্যারিয়ারে সর্বমোট ৫৪টি একক শিরোপা জিতেছেন এ বছরের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সেরেনা। তবে কখনও তিনি সিনসিনাটির শিরোপা জিততে পারেননি তিনি।
অপর ম্যাচে বেলারুশের আজারেঙ্কা ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন সাবেক নাম্বার ওয়ান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে।
সেমি-ফাইনালে ১৬টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনার প্রতিপক্ষ ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ী চীনের লি না। পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকার বিপক্ষে ওয়াক ওভার পেয়ে শেষ চারে ওঠেন পঞ্চম বাছাই এই খেলোয়াড়।
আর ফাইনালে ওঠার লড়াইয়ে টানা দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী আজারেঙ্কার প্রতিপক্ষ সার্বিয়ার ইয়েলেনা ইয়ানকোভিচ। ইতালির রবার্তা ভিঞ্চিকে ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।