আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনের শব্দ শুনে পারাপার

আল্লাহ তুমি নাস্তিকদের হিদায়াত দান কর

'ট্রেন আসার শব্দ শুনে এবং দূরত্ব দেখে সিদ্ধান্ত নিই লেভেল ক্রসিং পারাপারের। ট্রেন এলেও কখনও ওই গেটে প্রতিবন্ধক কোনো ব্যবস্থা আমার চোখে পড়েনি। অনেক সময় রিকশাচালক নিজেই সিদ্ধান্ত নিয়ে ক্রসিং পার হয়ে যায়। এ অবস্থায় প্রায়ই আমাদের পারপার হতে হয় মৃত্যুঝুঁকি নিয়ে। ' শনিবার দক্ষিণ সুরমার শিববাড়ি লেভেল ক্রসিং পারাপারের সময় এ কথাগুলো বলেন সিলেট এমসি কলেজের ছাত্র তানভীর আহমদ।

শুধু তানভীর নয়, ওই এলাকার শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে লেভেল ক্রসিং পার হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লেভেল ক্রসিংগুলোতে একের পর দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি সিলেট রেলওয়ে কর্তৃপক্ষের। রেলওয়ে কর্তৃপক্ষের সোজাসাপ্টা বক্তব্য, বৈধগুলো পাহারা দেওয়ার জন্য যেখানে লোকবলের চরম সংকট, সেখানে অবৈধগুলো কীভাবে রেলওয়ে দেখভাল করবে। রেলওয়ের প্রকৌশল দফতর সূত্র জানায়, সিলেট রেলওয়ে স্টেশনের আওতাধীন সিলেট-ঢাকা ও সিলেট-ছাতকের প্রায় ৫৪ কিলোমিটার রেলপথে ৬৮টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ১৮টি বৈধ বাকি ৫০টিই অবৈধ।

এছাড়া বৈধ ১৫টি লেভেল ক্রসিংয়েই কোনো গেটম্যান নেই। অনুসন্ধানে জানা গেছে, সিলেট রেল স্টেশনের আওতাধীন ঢাকা-সিলেট রেলপথের ফেঞ্চুগঞ্জ পর্যন্ত ২১ কিলোমিটারের মধ্যে বৈধ ৮টি লেভেল ক্রসিং রয়েছে। এ ছাড়া ওই রোডে অনুমোদনহীন লেভেল ক্রসিং রয়েছে প্রায় ২৮টি। অন্যদিকে সিলেট-ছাতক রোডে ৩৩ কিলোমিটারের মধ্যে রয়েছে বৈধ ১০টি লেভেল ক্রসিং। ওখানে অবৈধ লেভেল ক্রসিং রয়েছে অন্তত ২২টি।

এসব পারাপার বন্ধ করতে সংশিল্গষ্ট দফতরের কঠোর নির্দেশ থাকলেও জনসাধারণের যাতায়াত বিড়ম্বনার কথা বিবেচনা করে এবং মন্ত্রণালয়কেন্দ্রিক দীর্ঘসূত্রিতার কারণে কোনো পদক্ষেপ নিতে পারে না সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের প্রকৌশল দফতর সূত্র জানায়, সিলেট জেলার রেলপথের অবৈধ পারাপার বন্ধ করতে গত বছরের ১০ মার্চ রেলের বিভাগীয় প্রকৌশলী-২ এক প্রজ্ঞাপনে অবৈধ পারাপার চিন্থিত করে সেগুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত দেওয়া হয়। ওই নির্দেশনা পাওয়ার এক সপ্তাহ পর সিলেটের ৫০টি অবৈধ পারাপার চিন্থিত করে একটি খসড়া তালিকা পাঠানো হয় বিভাগীয় প্রকৌশলী-২ দফতরে। কিন্তু অধিকাংশ লেভেল ক্রসিং উচ্ছেদ কার্যক্রম চালাতে গিয়ে বিপাকে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ব্যাপারে সিলেট রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারিং কার্যালয়ের (ওয়ে) ঊর্ধ্বতন এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে লেভেল ক্রসিং অরক্ষিত থাকার কথা স্বীকার করে সমকালকে বলেন, তাদের বৈধ ১৮টি লেভেল ক্রসিং রয়েছে।

এর মধ্যে একটিতে তিনজন করে এবং অপর একটিতে দু'জন কর্মরত রয়েছেন। বৈধগুলো পাহারা দেওয়ার জন্য যেখানে লোকবলের চরম সংকট, সেখানে অবৈধগুলো কীভাবে রেলওয়ে দেখভাল করবে। তিনি আরও জানান, ১৯৮৫ সালের পর কোনো লোকবল না বাড়ানোর ফলে সংকট দেখা দিয়েছে। এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কাসেম সমকালকে বলেন, আমরা এসব এলাকার জনগণকে সজাগ থাকার জন্য বলেছি। তারা একটু সচেতন হলেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

সরেজমিন বিভিন্ন লেভেল ক্রসিং এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ লেভেল ক্রসিং দিয়ে চলে গেছে গুরুত্বপূর্ণ সড়ক। নতুন করে বাইপাস সড়ক হওয়ায় এসব লেভেল ক্রসিং দিয়ে বেড়ে গেছে যাতায়াতকারী লোকজনের সংখ্যাও। দক্ষিণ সুরমার শিববাড়ি, জৈনপুর, কামালবাজার, গোপশহর, সৎপুর, মোগলা বাজার, এলাকার কয়েকটি বৈধ-অবৈধ লেভেল ক্রসিং ঘুরে দেখা গেছে প্রতিটি লেভেল ক্রসিং দিয়ে পারাপার হচ্ছে লোকজন। পাশাপাশি একের পর এক ছুটে চলেছে হালকা ও ভারী যানবাহন। এ ছাড়া এসব লেভের ক্রসিং ঘিরে গড়ে উঠেছে ছোটখাট বাজার।

কখন ট্রেন আসে, কখন ঘটে দুর্ঘটনা_ এ নিয়ে লেভেল ক্রসিং এলাকায় চলাচলকারী লোকজনকে সব সময় থাকতে হয় আতঙ্কে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।