যখন তখন যেই রঙে যেথায় সেথায় আমি নৃত্যে মাতি ,তা তোমার চোখে যদি সুশ্রী না হয় তুমি বরং শিখিয়ে দাও...
অবরুদ্ধ স্বপ্নচারী আজ পূর্ণতার দেখা পেল,
বিবর্ণ ভূবন সাজলো নান্দনিকতার আবেশে,
সুখের গল্পের সীমাহীন শুরু, নৈঃশব্দের প্রহর শেষে।
পূর্ণতায় পূর্ণ স্বপ্নচারী,
ও যে তার অজুত স্বপ্নের নিযুত সারথী,
তার কাব্য তুলি তে রাঙে পূর্ণতার প্রতিটি ক্ষণ।
পূর্ণতায় শুরু,পূর্ণতায় চলা,পূর্ণতা-ই জীবন।
পূর্ণতার আকাশে এখন অনেক রঙধনু,
বর্ণহীন স্বপ্নগুলো স্বপ্নচারীর হৃদয় ছুয়ে এসে
এখন পূর্ণতার হৃদয়ে রঙীন।
অপরাজিতার নীল ,কৃষ্ণচূড়ার লাল, সব-ই যেন স্বপ্নচারীর প্রতিচ্ছবি,
আপন বর্ষায় ভেজা ঘন মেঘ গুলো ও যেন স্বপ্নচারী কবি।
ভালবাসা মুক্ত বিহঙ্গের মত,
যার এক ডানায় স্বপ্নচারী,অন্য ডানায় পূর্ণতা।
মুগ্ধতা-ও মুগ্ধ হয়ে দেখে ভালবাসার স্নিগ্ধতা,
বাস্তবতা যখন এতই শৈল্পিক,
নির্বাসিত -ই থাক কল্পনা।
.........................................
.........................................
বিন্দু বিন্দু আধার জমে রাত্রি হয়,
জোৎস্না-ও মেঘে ঢেকে যায়,
অনেক কাব্য প্রাণ হারায়।
অনেক স্বপ্ন মাটিতে লুটায়।
পূর্ণতা শূন্যতা হয়ে যায়.
সহস্র কাব্যময়তার মৃত্যুপুরী তে দাড়িয়ে
পিছনে ফিরে দেখে স্বপ্নচারী,
পূর্ণতাহীন সবকিছু শুধু প্রাণহীন শূন্যতার প্রতিচ্ছবি।
সে জানেনা কেন একই মানুষে,একই রূপে কেন এত অবয়ব,
সে বুঝেনা কেন একই অবয়বে, একই মনে কেন এত অনুভব।
যে পাথুরে স্তব্ধতা রোদ এর চোখ জল নামায়,
যে শূন্যতার স্রোত বৃষ্টির কান্না কে হার মানায়,
যে অস্ফুট আর্তনাদ পুড়িয়ে দেয় চাঁদের আলোর শুভ্রতা,
তা বারাবার আবর্তিত হয় স্বপ্নচারী কে ঘিরে,
নিজের কাছে নিজেই হয় অন্তরিত,
সঙ্গী শুধু একাকীত্বের বিমূর্ত নৈঃশব্দতা।
রোদন ধারায় পুরো অরণ্য আজ প্লাবিত,
ভেসে যাচ্ছে সে অরণ্য,ডুবে যাচ্ছে সব,
তবুও কেন তা শুধু অরণ্যে রোদন হয়েই থাকবে?
নতুন কোনো পূর্ণতা নয়, নয় শূন্যতার পরের পূর্ণতা।
সেই আগের পূর্ণতার অপেক্ষায় স্বপ্নচারী,
সবটুকু চেতনাকে সজাগ রেখে,
এখনো হৃদয়ে উষ্ণতা নিয়ে,
পূর্ণতার প্রতীক্ষায়..
শীতল হবার আগে,
দ্বীপ নেভার আগে,
ফিরে এসো,পূর্ণতা
ফিরে এসো সেই দৈবলোকে,
পূর্ণ করো নিজেকে।
আপন হাতে সৃষ্ট দুঃস্বপ্ন,
আপন মাঝে-ই ভাঙো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।