খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় সেইম এইজ রিলেশন এর ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ের বিয়ের কথা চলে আসে । ছেলে বোঝানোর চেষ্টা করে আর মেয়ে কেঁদে কেঁদে বলে "আমি আমার বাবা মা কে কষ্ট দিতে পারব না । আমি বিয়ে না করলে উনারা কষ্ট পাবেন । বিয়ের পরে সব কিছু ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে চলে আসবো । "
আমি বলি কি - থামেন !
আমাদের দেশের বাবা মায়েরা আমদের মনের খবর রাখেন না ।
ভালবাসার পথ সব সময় সহজ হবে একথা কেউ বলে নি । একটা সময় আপনাকে যুদ্ধ করতে হবে । বিয়ে করতে না চাইলে বেধে ধরে বিয়ে দিয়ে দেবে সেই সময় এখন না । আপনার জীবন নেওয়ার হুমকি দিলে আলাদা কথা । আর এমন হুমকি দিলে সে বাবা মা যে কেমন তা আশা কর এমনিতেই বোঝা হয়ে যায় ।
আপনি বিয়ে করতে না চাইলে আপনার বাবা মা কি করবেন ?
আমার মরা মুখ দেখবি - এইতো ? এমন মেলো ড্রামা সবাই করে ।
কিছুটা ইমোশোনাল পেইন আপনাকে ট্যাকেল দিতেই হবে ।
প্রেম করতে পারবেন আর একটু মুখে বলতে পারবেন না ? তাও সবটা বলতে বলছি না । বিয়ে করা সম্ভব না এত টুকু জেদ ধরে রাখতে পারলেই হবে ।
আজ বাবা মায়ের কথায় বিয়ে করি , কাল সব বাঁধা ভেঙ্গে চুরে তোমার কাছে চলে আসবো - মানে দু পক্ষকেই খুশি করার চেষ্টা ।
সবাইকে খুশি করতে চাইলে কাউকেই খুশি করতে পারবেন না । আর আপনি স্বামীর সংসার ছেড়ে চলে আসবেন , সেটা তো আপনার বাবা মা কে খুব সুখী করবে , তাই না ?
আপনার একটা ভুল সিদ্ধান্তে নষ্ট হবে আপনার বাবা মা , আপনার স্বামী , প্রেমিক এবং অনেক গুলো পরিবারের জীবন এবং সামাজিক অবস্থান ।
তার চেয়ে হাজার গুনে ভাল বাবা মা কষ্ট পেলেও বিয়েটা না করা ।
মেয়ে যদি বলে যে সে তার বাবা মা কে কষ্ট দিতে পারবে না তাহলে কিচ্ছু সম্ভব না । কিন্তু মেয়ে যদি তার ভালবাসার মানুষের সাথে থাকে তাহলে একটা সময় সে বাবা মা কেও পাবে , আর ভালবাসার মানুষটি তো থাকছেই ।
( আর যদি বিয়ে করেই ফেলেন , তাহলে ভালবাসার মানুষটির জন্য কোন আশা বা পিছুটান রেখে যাবেন না )
বিদ্রঃ এই লেখা অবশ্যই সত্যিকারের কিন্তু কনফিউজড যুগল দের জন্য , আর প্রেমিকাকে এক সাথে থাকার সেই গ্যারান্টি পুরুষ সঙ্গিকেই দিতে হবে । আপনাদের সবার জীবন সুখী হোক । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।