আমার কপালে কালশিরা
থাক তাতে ক্ষতি নেই
হাতের রেখার মতন
চেনা হয়ে গেছে তোমার গতিবিধি।
জম্মতিথী কাকে দেয় কি
ভালোবাসা নয় তো জ্বালা
কুষ্ঠি হিসাব মেলে না জীবনে
এলোমেলো অযুত ধারা।
তোমাদের আছে তোমরা মিলাও
প্রতিটি হিসাব খাতা
বেহিসাবী জীবন চাই না মিলাতে
সংখ্যা সময় টানা।
দুপুরের ঘুম নিশাচর রাত
কাটুক আপন মনে
সাজানো তোমার জীবন গোপনে
খেলছে জনে জনে।
আমার তাতে কি আসে যায়
গভীর গোপন খেলায়
নিয়তির হাতে চলছি ফিরছি
বেশ তো ভাসছি ভেলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।