আমাদের কথা খুঁজে নিন

   

মাইকেল জ্যাকসন আসছেন নতুন মাল্টিপ্লেয়ার গেমে

ভালো ..তবে কালো

প্রয়াত পপ কিং মাইকেল জ্যাকসনকে নিয়ে বানানো ভিডিও গেম আনার ঘোষণা দিয়েছে গেম নির্মাতা প্রতিষ্ঠান সি ভার্চুয়াল ওয়ার্ল্ডস। মাল্টিপ্লেয়ার অনলাইন ভার্চুয়াল ওয়ার্ল্ড (এমএমও) গেমটির নাম ‘প্লানেট মাইকেল’। আগামি বছর বাজারে আসবে এই গেমটি। খবর টেলিগ্রাফ অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, প্লানেট মাইকেল গেমটি প্রয়াত পপ কিংয়ের সংগীত, তার জীবন এবং বৈশ্বিক ইস্যু ঘিরেই তৈরি।

আর এই গেমটি তৈরির পেছনে আছে মাইকেলের বর্তমান এস্টেট। এই গেমটি খেলে গেমাররা বাস্তবিক দুনিয়ার অর্থনীতি সম্পর্কে জ্ঞান এবং দাতব্য কাজে অংশগ্রহণ করার অনুপ্রেরণা পাবেন বলেই গেম নির্মাতা প্রতিষ্ঠানের দাবি। মাইকেল জ্যাকসন এস্টেটের কো-এক্সিকিউটর জন ব্র্যঙ্কা জানিয়েছেন, মাইকেলের মতো করে পৃথিবীর সব মানুষকে কেউ একাট্টা করতে পারেনি। তাই গেমটির নাম প্লানেট মাইকেল রাখা যুক্তিযুক্ত হয়েছে। এই গেমটির মাধ্যমে গেমাররা মাইকেলের সংগীত, তার নৈপূন্য এবং তার অনুভূতির সঙ্গে একাত্ম হতে পারবেন।

তিনি আরো জানিয়েছেন, মাইকেল সবসময়ই আধুনিক সৃষ্টিশীল প্রযুক্তি নিয়ে ছিলেন। আর তার এই অভিজ্ঞতায় ভক্তদের মধ্যে এই গেমটির মাধ্যমে ছড়িয়ে দেয়া যাবে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মাইকেল জ্যাকসনকে নিয়ে তৈরি সি ভার্চুয়াল ওয়ার্ল্ডস এর তৈরি অন্যতম থিম প্লানেট গেম এটি। এই গেমটি ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট এর মতোই মাল্টিপ্লেয়ার অপশনে খেলা যাবে। অন্যদিকে আরেক গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট প্রয়াত পপ সম্রাটকে নিয়ে আরেকটি গেম বাজারে আনার ঘোষণা দিয়েছে।

এই গেমটির নাম ‘মাইকেল জ্যাকসন : দ্য এক্সপেরিয়েন্স’। ডিএস, পিএসপি, পিএসথ্রি, উয়ি এবং এক্সবক্সে খেলা যাবে এই গেমটি। এটি এবছর ক্রিসমাসের সময় মুক্তি পাবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।