মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে ঔদ্ধ্যত্যপুর্ণ মন্তব্য (পাক ভারত যুদ্ধ) করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে টাঙ্গাইলে মানহানী ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে মামলা দয়ের করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল মূখ্য বিচারিক হাকিম “ক” অঞ্চল আদালতে মামলাটি করেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ফজলুল হক বীর প্রতীক। বিচারক কাউছার আহমেদ মামলার শুনানি শেষে আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন। এদিকে মামলা দায়েরে পর মুক্তিযোদ্ধা ও আইবীজীরা আদালত প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে তারা ব্যারিস্টার ফখরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।
মামলার শুনানীতে অংশগ্রহণ করেন অ্যডভোকেট শামীমুল আক্তার, অ্যডভোকেট বার সমিতির সভাপতি মনিরুল ইসলাম খান, জিপি, পিপি সহ অর্ধশতাধিক আইনজীবী ।
মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন ১৯৭১ সনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে পাকিস্তানী হায়নাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করা হয়। এই বিষয়টি বিবাদী ব্যারিস্টর ফখরুল ইসলাম আবগত থেকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার উদ্দেশ্যে চিহ্নিত স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী গংদের পক্ষে মামলা পরিচালনার নামে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সরকারকে অস্বীকার করে গত ২২ সেপ্টেম্বর ঢাকায় স্থাপিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে শুনানীর এক পর্যায়ে বলে, একাত্তর সালে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ভারতের। মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষনায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয় নাই। উক্ত বক্তব্যের তাৎক্ষনিক প্রতিবাদ করেন ট্রাইবুন্যালের মাননীয় বিচারক বিচারপতি নিজামুল হক সহ অনেকে।
বিবাদীর এ বক্তব্য গত ২৩ সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিবাদীর এ বক্তব্যে প্রমাণিত হয় বিবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, সরকার ও প্রচলিত আইনকে অস্বীকার করে রাষ্ট্রদ্রোহীতা মুলক অপরাধ করে বর্তমান গণতান্ত্রীক সরকারকে উৎখাতের ষঢ়যন্ত্র করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।