আমাদের কথা খুঁজে নিন

   

Digital City became Paralyzed City



'প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা' ঃ 'প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা' সংস্কৃতির শিকার লাখো মানুষের নাভিশ্বাস উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। সরকারদলীয় নেতাকর্মীদের মিছিলে আটকে যায় এই মহাসড়কের দু'দিকের যানবাহন. সন্ধ্যে থেকেই এ রাস্তায় যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এরপর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যানবাহন আটকে দেওয়া হলে উত্তরার আজমপুর পর্যন্ত বিশ্বরোডমুখী সব যানবাহন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। একই অবস্থা হয় একদিকে মহাখালী আর অন্যদিকে বাড্ডা থেকে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের আগে পর্যন্ত। আট লেইনের সড়কে সচল শুধু দুইঃ দলীয় সিদ্ধান্তে বিকাল থেকে মিছিল, ট্রাক মিছিলের বহর, মটর সাইকেল আর বাসে করে স্লোগান দিতে দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হযরত শাহজালাল (রা) বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে মহাসড়কে সমবেত হতে থাকে। এক পর্যায়ে কয়েক হাজার নেতাকর্মীর ভিড়ে চার চার আট লেইনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দু'দিকে মাত্র এক এক দুই লেইন দিয়ে যানবাহন চলতে থাকে। একসময় তাও বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ** Just one person has paralyzed the hole traffic system of the city.........mindless......hah alas! we live in Digital City.**

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।