প্রতীক্ষার অবসান ঘটতে পারে আগামীকালই। এবারে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রশিক্ষণের পাশাপাশি জিমেও নেওয়া হয়েছে ফুটবলারদের। ফিটনেস ঘাটতি কাটিয়ে তুলতে ফিজিও নিয়োগ দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে হলেও কোচ ক্রুইফ চাওয়ার পর তার পছন্দকে গুরুত্ব দিয়ে নেদারল্যান্ড থেকে গোলরক্ষক প্রশিক্ষকও আনা হয়েছে।
তাছাড়া এই প্রথম অনুশীলন ম্যাচের ছড়াছড়ি ছিল। ঢাকায় লোকাল দলের পাশাপাশি থাইল্যান্ডেও দুই ম্যাচ খেলানো হয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ মুহূর্তে ঢাকা সফর বাতিল করে দেয়। বাফুফে অবশ্য বিকল্প হিসেবে মালয়েশিয়ার সফরে ব্যবস্থা করে। সেখানে ২২ আগস্ট মালয়েশিয়া অনূধর্্ব-২৩ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল এমিলিদের।
না ২৫ আগস্ট নেপাল যেতে হবে বলে খেলোয়াড়দের ক্লান্তির কথা ভেবে ট্যুর বাতিল হয়ে যায়। বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে ফুটবলে অনেক প্রশিক্ষণ হয়েছে। কিন্তু এবারের মতো আলোড়ন কখনো হয়নি। সুপার কাপ শেষে ৩৫ জন খেলোয়াড়কে বাছাই করে আবাসিক ক্যাম্প শুরু করে। পারফরম্যান্স ও ফিটনেস পরীক্ষা করে পর্যায়ক্রমে দলের সংখ্যা কমতে থাকে।
শেষ পর্যন্ত এখন সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। শুরু থেকে ফেনী সকারের তরুণ স্ট্রাইকার সজিব ক্যাম্পে না থাকলেও মঙ্গলবার বাফুফে একাদশের পক্ষে এই তরুণ যে নৈপূণ্য প্রদর্শন করেছিলেন তাতেই ক্রুইফ সন্তুষ্ট হয়ে তাকে ক্যাম্পে ডাকেন। ধারণা করা হয়েছিল এই ২৫ জন খেলোয়াড় নিয়ে ক্রুইফ নেপালে উড়ে যাবেন। আসলে চূড়ান্ত দলে থাকবেন কারা এ নিয়ে যেমন ফুটবলারদের টেনশনের শেষ নেই তেমনিভাবে ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েই চলেছে। শোনা যাচ্ছে কাল অনুশীলন ম্যাচের পরই ক্রুইফ চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন।
কারা যে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবেন তা বলা মুশকিল। থাইল্যান্ডে থাকা অবস্থায় ক্রুইফ নাকি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে সম্ভাব্য চূড়ান্ত তালিকা পাঠান। কিন্তু গত মঙ্গলবার অনুশীলন ম্যাচে শিষ্যদের পারফরমেন্সে ক্রুইফ এতটা ক্ষুব্ধ হন যে সেই তালিকা বাতিল করেন। এখানে নাকি দুজন খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শনিবার অনুশীলনে এই দুজনা আবার ক্রুইফকে সন্তুষ্ট করেন।
এদের একজন বিজয়সূচক গোলটি করেন। সুতরাং কে যে চূড়ান্ত দলে থাকবেন তা ক্রুইফই সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে সময় কম বলে কালই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। এই তালিকায় কারা থাকছেন তা বলা না গেলেও এটা নিশ্চিত যে সাফ চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত দলে ২০ জনকে রাখা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।