আমাদের কথা খুঁজে নিন

   

Home



"Psychological pain" গুলো পিছে ফিরে তাকাতে বাধ্য করে। তাকাতে বাধ্য হই। তাকাতে বাধ্য হই সেই জেলখানার দিকে যেখানে মনের জানালাটা জন্মের পর থেকে বন্ধ করে দেয়া হয়েছে। নিজে নিজে যখন খুলতে শিখলাম তখন অনুভব করলাম শুধু মন না, আমার "Psychological Health " ও অসু্স্হ হয়ে গেছে। ঘৃণা করি না সেই জেলখানার মানুষগুলোকে, অনেক Commitment এর ব্যাপার চলে আসে।

মায়া হয় নিজের জন্য। বছরের পর বছর Obsession, Depression এর সেইসব Psychological pain সহ্য করার জন্য। সেগুলোর কারণ খুঁজতে খুঁজতে Psychiatrist এর সাহায্য নিতে যাওয়া আমার জন্য। আর কারণ হিসাবে সেই জেলখানার প্রভাবকে উপলব্ধি করে ক্লান্ত আমার জন্য। জীবনকে ভালবাসি।

এ ভালাবাসা অনেক কিছুর পরে ও থামেনি। কাছের মানুষদের কাছ থেকে 'পাগল' ডাক শোনার পর ও না। ধন্যবাদ কোয়ান্টাম মেথড, আর সেসব মানুষ কে যারা সবসময় আমার পাশে ছিলেন, আছেন পরম মমতা নিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।