আমাদের কথা খুঁজে নিন

   

শ্রেণীকক্ষে শিক্ষকের হাতে ফোন দেখতে চায় না শিশুরা

ভালো ..তবে কালো

শ্রেণীকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির সুপারিশ করেছে চাইল্ড পার্লামেন্ট। রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে সংসদের সপ্তম অধিবেশনে এ সুপারিশ করা হয়। এ অধিবেশনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি ছিলেন। 'শিক্ষা ও সুশাসন' শীর্ষক চাইল্ড পার্লামেন্টের সপ্তম অধিবেশনে ৬৪ জেলার ৬৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলো। এছাড়া সুবিধাবঞ্চিত আরো ১৬ শিশু অধিবেশনে যোগ দেয়।

সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া এ সংসদ অধিবেশনের আয়োজনে সহায়তা করে। চাইল্ড পার্লামেন্ট একটি শিশু সংগঠন। যা শিশুদের দ্বারা গঠিত এবং তাদের দ্বারাই পরিচালিত হয়। কর্মসূচি বাস্তবায়নে শিশুরা নিজেরাই পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত নেয়। তবে প্রয়োজন হলে বড়দের সহায়তা নেয়।

চাইল্ড পার্লামেন্টে শিশুরা নিজেদের প্রয়োজন ও অধিকারের বিষয়গুলো আলাপ-আলোচনা, বিশ্লেষণ করে সুপারিশমালা সংশ্লিষ্ট মহলে তুলে ধরে। সংসদে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা বিদ্যালয় এবং সমাজে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। এসব সমস্যাগুলোর মধ্যে রয়েছে শিক্ষকদের শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিয়ে ঢোকা, স্কুলে বিজ্ঞানাগার না থাকা, থাকলেও ব্যবহার করতে না দেওয়া, গ্রন্থাগারে পর্যাপ্ত ও নতুন বইয়ের অভাব, এসএসসি পরীক্ষার বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত নেয়া, সৃজনশীল পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণের অভাবে গাইড বইয়ের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করা, নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষকের অভাব, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে ভর্তি হতে না পারা, জাতীয় দিবসগুলোতে স্কুলে কোনো অনুষ্ঠান না করা, খেলার মাঠের অভাব প্রভৃতি। শ্রেণীকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার করা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি গুরুতর অভিযোগ। শিক্ষকরা যাতে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার না করতে পারেন এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হবে।

তিনি জানান, বিভিন্ন নৈতিক মূল্যবোধের শিক্ষা ও মেয়েদের প্রতি ছেলেদের 'বিভ্রান্তিমূলক' দৃষ্টিভঙ্গি পরিবর্তনমূলক পাঠ সংবলিত একটি পুস্তিকা শিক্ষকদের দেওয়া হবে। যা থেকে তারা শিক্ষার্থীদের শেখাবে। অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেন চট্টগ্রামের প্রতিনিধি সুলতা সেলিম নিশি। ২০০২ সালের মে মাসে শিশুদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর 'টাঙ্গাইল জেলা শিশু পরিষদ' জাতিসংঘ বিশেষ অধিবেশন-এর সঙ্গে সম্পর্কিত একটি ছায়া অধিবেশন আয়োজন করে।

এর মধ্য দিয়েই বাংলাদেশে চাইল্ড পার্লামেন্টের যাত্রা শুরু হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।